ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১২:৫৯

রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ” এর অঙ্গসংগঠন নয়লি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৩ সেপ্টেম্বর, বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর সভাপতির বক্তব্যে নাদিয়া আফরিন বলেন, “নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নয়লি ফাউন্ডেশন 'মেইডেন' নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের বিনামূল্যে প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত প্রশিক্ষণের পর প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেজন্য প্রশিক্ষণের পর তাদের সঠিক কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথি দিলারা জামান তার বক্তব্যে বলেন, “একজন নারী যখন শিক্ষিত ও অভিজ্ঞ হয়ে ওঠে, তখন সেই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছায়। আজ যারা সনদপত্র অর্জন করেছেন, তারা আগামী দিনে নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু নারীর নয়, পুরো সমাজের অগ্রগতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও মাসিক ভিন্নমাত্রার সম্পাদক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশে নারীরা আজ পিছিয়ে নেই। বিমানের পাইলট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার—সর্বক্ষেত্রেই নারীদের অবদান রয়েছে। একমাত্র ইসলামই নারীর অধিকার সুরক্ষিত করেছে।” এছাড়া আরেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল ভিউ এর সভাপতি ফাহিমা খাতুন। একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও শুধুমাত্র সদিচ্ছা দ্বারা সাফল্যের শিখরে পৌঁছানোর এক অনন্য উদাহরণ তিনি।

বক্তারা নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সনদপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীরা নয়লি ফ্যাশনের সাথে চুক্তিবদ্ধ হন। বাংলাদেশের শিল্প যেন বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছায় সেই কামনা রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এমএসএম / এমএসএম

আমদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক গ্যাদারিংয়ে বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত

ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর

সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

নারায়ণগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, বিদ্যুতের মিটার জব্দ

কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন