উল্লাপাড়ায় ইউএনও মোহাম্মদ হাসনাত: দায়িত্ব পালনের ১৩ মাসে বাড়ছে বিতর্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রায় ১৩ মাস ধরে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসনাত। দায়িত্বকালীন সময়ে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তাকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক অভিযোগ ও বিতর্ক, যা স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোর মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি উল্লাপাড়ার সাংবাদিক শিশির আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইউএনওর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
১৩ সেপ্টেম্বর, শনিবার বিকেলে দেওয়া স্ট্যাটাসে শিশির আলম লিখেছেন, ইউএনও মোহাম্মদ হাসনাতের ১৩ মাসের দায়িত্বকালে সাধারণ মানুষের মাঝে যে তিক্ত অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, তা তাকেও নাড়া দিয়েছে। তিনি ইউএনওকে 'স্বসম্মানে প্রস্থান' করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলেছেন এবং উল্লেখ করেছেন যে সামাজিক সংগঠনগুলো তার 'সতকাহন রচনা করার জন্য মুখিয়ে রয়েছে'। সাংবাদিক শিশির আলম আরও বলেন, ইউএনও তার আগের কর্মস্থল পাবা উপজেলায় ৯১ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে যেভাবে বিতর্কের মুখে পড়েছিলেন, সে কথা ভুলে যাওয়া উচিত নয়। তিনি মনে করিয়ে দেন যে, 'দুর্নীতিবাজ ইউএনও'র জায়গায় উল্লাপাড়ায় হবে না' শিরোনামে সামাজিক সংগঠনগুলো তখন সোচ্চার হয়েছিল এবং শহীদ মিনার ঘেরাওসহ নানাবিধ কর্মসূচি দিয়েছিল।
শিশির আলম আরও দাবি করেন, তার এই ধরনের স্ট্যাটাসের দুই সপ্তাহের মধ্যেই আগের ইউএনওকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি বর্তমান ইউএনওকে হেয় করতে চান না, তবে জনগণের সত্য তুলে ধরার জন্য এই 'উন্মুক্ত বার্তা' দেওয়াটা সময়ের দাবি ছিল বলে মনে করেন। তিনি নিজেকে একজন স্বাধীন সাংবাদিক হিসেবে দাবি করেন এবং কোনো চাপ বা প্রভাবের কাছে মাথানত করেন না বলেও জানান।
এ নিয়ে ইউএনও মোহাম্মদ হাসনাত বা তার কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক সংগঠনগুলো জানিয়েছে, প্রয়োজনে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। উল্লাপাড়ার সাধারণ মানুষের প্রশ্ন, বিভিন্ন পত্রিকায় এই বিষয়ে সংবাদ প্রচার হওয়ার পরেও বিতর্কের ভেতর দিয়ে মোহাম্মদ হাসনাতের দায়িত্বকাল আর কতদিন স্থায়ী হবে।
এমএসএম / এমএসএম

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
