মুকসুদপুরে মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসার সময় চাচার হুমকি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর এক ঘটনা। মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসার সময় চাচার অমানবিক আচরণের শিকার হয়েছেন মুকসুদপুরের স্থানীয় বাসিন্দা হাসান মল্লিকের সন্তান সাদওয়ালিদ প্রিন্স মল্লিক।
গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের হাসান মল্লিকের সন্তান সাদওয়ালিদ প্রিন্স মল্লিক লিখিত অভিযোগে জানান, কয়েক বছর আগে আমার চাচা হোসেন মল্লিক ব্যাংক থেকে লোন নেয়। উক্ত টাকা নিয়মানুযায়ী পরিশোধ করতে না পারায়
ব্যাংক কর্তৃপক্ষ চাচা হোসেন মল্লিকের বাড়ি নিলামে তুলে বিক্রি প্রস্তুতি নেয়। তখন আমার চাচা হোসেন মল্লিক তার বড় ভাই (আমার পিতা) হাসান মল্লিকের কাছ থেকে প্রায়৭/৮ আগে ৪ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তখন যদি বড় ভাই হাচান মল্লিক নিজের কষ্টার্জিত টাকা দিয়ে ছোট ভাই হোসেন মল্লিককে বাড়ি রক্ষার্থের জন্য ধার না দিতেন।তাহলে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নিলামে বিক্রি করে দিতেন। আমার বাবা হাচান মল্লিক খুবই অসুস্থ হয়ে ২৮-০৮-২০২৫ইং ধানমন্ডি একটি ক্লিনিকের
আইসিইউতে ভর্তি হয়। বর্তমানে সেই বড় ভাই হাসান মল্লিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ অবস্থায় তার সন্তান সাদওয়ালিদ প্রিন্স মল্লিক যখন চাচা হোসেন মল্লিকের কাছে বাবার চিকিৎসার খরচের জন্য পূর্বের ধারের টাকার প্রসঙ্গ তোলে,তখন উল্টো অপমান ও হুমকির শিকার হন। প্রিন্স মল্লিক লিখিত অভিযোগ আরো বলেন,আমি চাচার কাছে বাবার দেয়া টাকার ব্যাপারে কথা বললে উনি আমাকে হুমকি দিয়ে বলেন,তোর আব্বাকে চিকিৎসা করিয়ে কি হবে? উনি তো আইসিইউতে বাঁচার কোনো সম্ভাবনা নেই। মারা যাবে। টাকা খরচ করে লাভ কি? এরপর উনি আমাকে অপমান করে ঘর থেকে বের করে দেন।” প্রিন্স মল্লিক আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাবা যদি তখন ব্যাংকে টাকা না দিতেন তাহলে আজ চাচার মাথার ওপর বাড়ি থাকতো না।
আমার বাবা হাসান জামান মল্লিক আর্থিক সমস্যার কারণে ট্রান্সফার করে বর্তমানে মুগদা মেডিকেলে আই সি ইউতে ভর্তি আছেন। এমতাবস্থায় তার কাছে টাকা চাইলে আমাকে অপমান মুলক কথা বলে। অথচ আজ বাবার জীবন-মৃত্যুর সংকট কালেও তাঁর কোনো খোঁজ খবর নেই।
হোসেন মল্লিকের ব্যবহৃত এই মুঠোফোন ০১৭০৯
০৯৭৪২৫ নম্বরে ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টা ২৪ মিনিটে এবিষয়ে নিয়ে কথা বলার বার বার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এমন ঘটনায় ক্ষুব্ধ সাদওয়ালিদ প্রিন্স মল্লিক স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে পৌর আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাহিদার তুলনায় বাজেট বরাদ্দ কম হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সাপোর্ট দিতে পারছিনাঃ রেল সচিব

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল জাহাজমারা ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি প্রতিবাদে প্রবাসীর সংবাদ সন্মেলন

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২-৩০ অক্টোবর ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে টাইফয়েড টিকা দেবে রাসিক

আটোয়ারীর সেই আলোচিত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসার সময় চাচার হুমকি

দোহারে বেগম আয়েশা স্কুলে ছাত্রীদের বিক্ষোভ: অনুপস্থিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবিতে উত্তাল বিদ্যালয়

পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
