আবারো জমে উঠছে মিরসরাইয়ের পর্যটন কেন্দ্রগুলো

ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পর্যটন স্পটগুলো। মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন মানুষ ঘরবন্দি থাকায় ঘর থেকে বের হয়ে ঘুরতে আসছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। এতে কিছুটা হাসি ফুটলেও চিন্তায় ভাঁজ রয়েছে পর্যটকসংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
মিরসরাই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে প্রধান আকর্ষণ খৈয়াছড়া ঝরনার এখন ভরা যৌবন, মহামায়া লেকেরও তাই। দীর্ঘদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় প্রকৃতি সেজেছে তার আপন রূপে। অন্য পর্যটনকেন্দ্রগুলোও মুখরিত পর্যটকদের পদচারণায়।
ফেনী থেকে মহামায়া লেকে ঘুরতে আসা দর্শনার্থী ইসমাইল হোসেন রুবেল বলেন, প্রায় এক বছর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা হয় না। ঘরবন্দি থেকে অতিষ্ঠ জনজীবন তাই পরিবারের সবাইকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছি।
মহামায়া লেকে ঘুরতে আসা দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মাসুক উদ্দিন বলেন, বাড়ির পাশে বৃহত্তর এ লেক দীর্ঘদিন সুনসান নীরবতায় ছিল। কিন্তু ধীরে ধীরে পর্যটকরা আসায় এই নীরবতা এখন অনেকটা কাটিয়ে উঠছে। মহামায়া লেক আগের সে রূপে ফিরে আসবে আশা করি।
ঢাকা থেকে খৈয়াছড়া ঝরনায় পিকনিক করতে আসা মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ঘুরতে না পেরে এক ঘেঁয়েমি ভাব চলে এসেছে। ঘুরলে মন শরীর দুটিই ভালো থাকে। কিন্তু লকডাউন থাকায় তা আর হয়ে ওঠেনি। এখন সবাই মিলে খৈয়াছড়া ঝরনায় পানির অবিরাম শব্দ উপভোগ করছি। প্রকৃতির কাছাকাছি আসলে সবার ভালো মন ভালো হয়ে যায় তাই আমরা ঘুরতে এসেছি।
মহাসড়ক থেকে নাপিত্তাছড়া ও খৈয়াছড়া ঝরনা পর্যন্ত দুর্গম এলাকার অনেকাংশে কাদামাটিতে একাকার হয়ে আছে। ঝর্নার পর্যন্ত পৌঁছানোর সুব্যবস্থা করার দাবি জানান ঘুরতে আসা বিভিন্ন পর্যটকেরা। পর্যাপ্ত হোটেল না থাকায় আগত পর্যটকদের খাওয়া-দাওয়ার কিছু সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনার ভয়াবহ প্রকোপ দেখা দেয়ায় সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। সর্বশেষ চলতি বছরের এপ্রিল থেকে দেশের সবগুলো দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করে সরকার। দর্শনার্থীর আগমন না থাকায় হোটেল-মোটেল থেকে শুরু করে সংশ্লিষ্ট সবকিছুই বন্ধ হয়ে যায়। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানবেতর জীবনযাপন করছেন। পর্যটক শূন্যতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শনীয় স্থানের ইজারাদার ও বিনিয়োগকারীরা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলায় ৮টি দর্শনীয় স্থান রয়েছে। এরমধ্যে মহামায়া ইকোপার্কটি ভ্যাটসহ ৯০ লাখ টাকা ব্যয়ে ইজারা নেন এএইচ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। বারইয়াঢালার খৈয়াছড়া ঝরনা এলাকা মেসাস রেড চিলি এন্টারপ্রাইজকে ১২ লাখ টাকায় ইজারা দেয়া হয়। নাসির উদ্দিন দিদারের ব্যক্তিগত বিনিয়োগে গড়ে ওঠে আরশিনগর ফিউচার পার্ক। বাকি পাঁচটি দর্শনীয় স্থানও সব সময় পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মহামায়া ও খৈয়াছড়া ঝরনা এলাকার ইজারাদার নাজমুল হাসান পিন্টু জানান, গত ২০ আগস্ট খৈয়াছড়া জাতীয় উদ্যানের ইজারার মেয়াদ শেষ। ক্ষতি পুষিয়ে নিতে বন বিভাগ থেকে করোনাকালীন যে সময়টুকু উদ্যানে দর্শনার্থী বন্ধ ছিল সে সময়ের জন্য অতিরিক্ত মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মহামায়া লেকের ইজারার মেয়াদ রয়েছে। শীতকালে এ স্থানের ইজারার আর্থিক ক্ষতি কমিয়ে আনা যাবে। কিন্তু তিনি জানান, ইজারার মেয়াদ বাড়ানোর পরও খৈয়াছড়া এলাকাটি নিয়ে বড় অঙ্কের লোকসানে পড়তে হবে। ঝরনায় পানি শুকিয়ে গেলে এলাকাটি পর্যটকশূন্য হয়ে পড়ে।
এদিকে আরশিনগর ফিউচার পার্কের স্বত্বাধিকারী নাসির উদ্দিন দিদার জানান, কয়েক কোটি টাকা ব্যয়ে পার্ক স্থাপন করেছি। কিন্তু করোনাকালে বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছি না। সম্প্রতি বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় কিছু দর্শনার্থীর আগমন হচ্ছে। কিন্তু কতটুকু আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছি।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
