ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:১৮

বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ওিএকটি মোটরসাইকেল লুট করে নিয়ে হত্যাকারীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৭)। ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রাতে খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করে প্রথমে বারান্দায় রানী বেগমের মরদেহ এবং পরে শয়নকক্ষে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। দুজনেরই হাত-পা বাঁধা ছিল এবং শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করেছেন, দুর্বৃত্তরা শুধু হত্যা নয়, বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনও লুট করে নিয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত ডাকাতির ঘটনাও হতে পারে। তবে এখনো হত্যাকাণ্ডের মূল কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত ইমরানের বড় বোন জানিয়েছেন, “আমার মা ও ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।” স্থানীয়রা বলছেন, হত্যাকাণ্ডটি শুধু লুটপাটের জন্য নয়, এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, লুটপাটের প্রমাণ মিলেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি যুবকের নামও সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে, যাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে একসঙ্গে মা-ছেলেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীর মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, রাতের বেলায় আর কেউ নিরাপদ নয়। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন