ভূঞাপুরে সেই পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয়ে মাদকসেবীদের আস্তানা ভেঙে দিল প্রশাসন

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হওয়ায় বিদ্যালয়টি ভেঙে দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাটান্দী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি একটি বেকু (মাটি খননকারী যন্ত্র) মাধ্যমে উচ্ছেদ করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
জানা গেছে, ২০১২ সালে মহৎ উদ্দেশ্য নিয়ে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও। এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপেক্ষিতে প্রশাসন বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার সময় দেয়। এরপর নির্ধারিত সময়ের পরও ঘরটি সরিয়ে না নিলে অভিযান চালিয়ে পরিত্যক্ত বিদ্যালয়টি ভেঙে দেন প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, বিদ্যালয়টি কোনো কার্যক্রম না থাকায় দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। যার ফলে এটি অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছিল। বিদ্যালয় কতৃপক্ষকে নিদিষ্ট সময় দেয়া হলেও তাদের ঘরটি সরিয়ে নেয়নি। এজন্য অভিযান চালিয়ে ঘরটি ভেঙে ফেলা হয়েছে। এখানে এসে জানতে পেরিছি যে, এই মাদকের সাথে জড়িত স্থানীয় কিছু লোকজন আছে, যারা তাদের শক্তি ও আশ্রয়দাতা। আমরা ওই সকল মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকেও খুঁজেছি। ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
