উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ততম স্থান উত্তরার জসীমউদ্দীন মোড়। প্রতিদিন হাজারো ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন আর লাখো মানুষের চাপ সামলাতে এখানে নিত্যদিন দেখা দেয় তীব্র যানজট। সেই দুর্ভোগ লাঘবে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন এয়ারপোর্ট জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জলিল মিয়া।
এয়ারপোর্ট-জসীমউদ্দীন রোড এলাকার সবকিছু নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালনের বড় অংশই পড়ে উত্তরা ট্রাফিক জোন-বিভাগের কর্মরত পুলিশ সদস্যদের উপর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে উত্তরা জোনের ট্রাফিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তেমনি জসীমউদ্দীন মোরের যাত্রী দুর্ভোগ ও যানজট নিরসনে বিচক্ষণ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জলিল মিয়া। কিছুদিন আগেও জসীমউদ্দীন এলাকায় যানজট ছিলো নিত্যসঙ্গী। কিন্তু টিআই জলিলের উদ্যোগে তা অল্প সময়েই পরিস্থিতি বদলে যায়। এতে যান চলাচল হয় স্বাভাবিক।
অল্প সময়ের মধ্যে কিভাবে যানজট নিরসনে চমক সৃষ্টি করলেন এমন প্রশ্নের জবাবে টি আই মোঃ জলিল মিয়া গণমাধ্যমকে বলেন, "যে কোন সংকট নিরসনে সবচেয়ে বেশি প্রয়োজন সৎ ইচ্ছা ও ভালো কিছু করার মন-মানসিকতা । আমি এয়ারপোর্ট জোনে গত ২৭ আগস্ট ২০২৫ ইং তারিখে যোগদান করি এবং যোগদানের শুরুতেই আমি আমার অধীনে থাকা সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় সড়ক দখলে রাখা অবৈধ ভাসমান ভ্যানগাড়ি, হকার ও অবৈধ সিএনজি- রিক্সা অপসারণ করি। ফলে এখন শৃঙ্খলা ভাবে পথচারী ও যাত্রীরা স্বস্তিতে চলাচল করতে পারছেন। এবং পরবর্তী সময়ে এদের কারণে যেন যানবাহন ও পথচারীদের চলাচলে কোন বিগ্ন না ঘটতে পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। যদিও আমার লোকবল প্রয়োজনের তুলনায় কম।
এছাড়াও তিনি আরও বলেন, "উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার সাঈদ স্যারের দিকনির্দেশনায় ঢাকা বিমানবন্দর মহাসড়কের জসীমউদ্দীন মোড়ে ও তার আশপাশে অবস্থিত শপিং মলের সামনে অবৈধ কার পার্কিং এর বিরুদ্ধে প্রতিনিয়ত ভিডিও মামলা করা হচ্ছে। গণপরিবহন যেন শুধু স্টপেজে যাত্রী তোলে-ছাড়ে, সে নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হয়েছে এবং এর ব্যত্যয় ঘটলে মামলাও দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, যাত্রী ও পথচারীরা এখন আগের তুলনায় সহজে রাস্তা পার হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, জসীমউদ্দীনের যানজট অনেকটাই কমেছে, যদিও দীর্ঘমেয়াদে এ উদ্যোগ কতটা টেকসই হবে, সেটাই এখন প্রশ্ন।
এমএসএম / এমএসএম

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান

খুব শিগগিরিই এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে দুদক

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দখলমুক্ত

বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামের আত্মপ্রকাশ

রাজধানীর হাজারীবাগ এলাকায় গৃহবধূ কে মারধর করে হত্যার অভিযোগ

পুরান ঢাকায় রাজউকের উচ্ছেদ অভিযান : অবৈধ নির্মাণে উচ্ছেদ, জরিমানা ও মিটার জব্দ

যুক্তরাষ্ট্র থেকে চকলেটের আবরণে আসছে মাদক
