ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক কৃষককে মারধর


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:১

রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় ইউনিয়ন তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে নারায়ণ ভবানী (৫৫) নামের এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর গ্রামবাসী থানায় গিয়ে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশের আশ্বাসে তারা থানা ত্যাগ করেন। অভিযুক্ত নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং চানইসাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে নবাব হোসেন ভুক্তভোগী নারায়ণের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দেন, গ্রামে থাকতে হলে তাকে টাকা দিতে হবে। তবে নারায়ণ ভবানী চাঁদা দিতে রাজি হননি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণ ভবানী গ্রামের একটি চালকল থেকে বাড়ি ফেরার পথে নবাব হোসেন তার পথ আটকে রড দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত নারায়ণ ভবানী জানান, সংখ্যালঘু হওয়ায় নবাব হোসেন তার ওপর চাঁদার চাপ সৃষ্টি করেছেন। নবাব সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন, তাই মামলা করলে প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে চানইসাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ বাগমারা থানায় এসে নবাব হোসেনের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান। পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “আমরা মামলা গ্রহণ করেছি। নবাব হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রামবাসীর নিরাপত্তার বিষয়েও পুলিশ খোঁজখবর রাখবে।” চানইসাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে নবাব হোসেন নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। চাঁদা হিসেবে টাকা ছাড়াও ধান-চাল আদায় করেন তিনি। অনেকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্র থাকায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর নবাব হোসেন অস্ত্রসহ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখালে কিছুদিন পর তিনি জামিনে ছাড়া পান। গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “নবাব হোসেনের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। সে যে অপরাধ করছে, তার কোনো সীমা-পরিসীমা নেই।” অভিযোগের বিষয়ে নবাব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাঁতী দলের বাগমারা উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, “গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার কমিটি এখনও পুরোপুরি গঠিত হয়নি। নবাবের ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি বা কোনো সহযোগী সংগঠন নেবে না।”

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু