ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক কৃষককে মারধর


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১:১

রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় ইউনিয়ন তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে নারায়ণ ভবানী (৫৫) নামের এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর গ্রামবাসী থানায় গিয়ে অভিযুক্ত নেতাকে গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশের আশ্বাসে তারা থানা ত্যাগ করেন। অভিযুক্ত নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং চানইসাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে নবাব হোসেন ভুক্তভোগী নারায়ণের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দেন, গ্রামে থাকতে হলে তাকে টাকা দিতে হবে। তবে নারায়ণ ভবানী চাঁদা দিতে রাজি হননি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণ ভবানী গ্রামের একটি চালকল থেকে বাড়ি ফেরার পথে নবাব হোসেন তার পথ আটকে রড দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত নারায়ণ ভবানী জানান, সংখ্যালঘু হওয়ায় নবাব হোসেন তার ওপর চাঁদার চাপ সৃষ্টি করেছেন। নবাব সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন, তাই মামলা করলে প্রাণনাশের আশঙ্কা করছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে চানইসাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ বাগমারা থানায় এসে নবাব হোসেনের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান। পুলিশের পক্ষ থেকে মামলা গ্রহণ এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “আমরা মামলা গ্রহণ করেছি। নবাব হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রামবাসীর নিরাপত্তার বিষয়েও পুলিশ খোঁজখবর রাখবে।” চানইসাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে নবাব হোসেন নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। চাঁদা হিসেবে টাকা ছাড়াও ধান-চাল আদায় করেন তিনি। অনেকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্র থাকায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর নবাব হোসেন অস্ত্রসহ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখালে কিছুদিন পর তিনি জামিনে ছাড়া পান। গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “নবাব হোসেনের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। সে যে অপরাধ করছে, তার কোনো সীমা-পরিসীমা নেই।” অভিযোগের বিষয়ে নবাব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাঁতী দলের বাগমারা উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, “গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার কমিটি এখনও পুরোপুরি গঠিত হয়নি। নবাবের ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি বা কোনো সহযোগী সংগঠন নেবে না।”

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার