নাচোলে গৌড় মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তালবীজ বপনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৌড় মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তালবীজ বপনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজলা বাজারে আলোচনা শেষে কাজলা বাজার থেকে সাবাইতাড়া পযর্ন্ত রাস্তার দুপাশে দুই হাজার তালগাছের বীজ বপন করা হয়।
গৌড় মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা সামিউন আলীর সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক সফিকুল আলম, নাচোল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানা, সমাজসেবক জাকারিয়াসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌড় মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রবিউল ইসলাম।
এমএসএম / জামান