ফুলছড়িতে আন্তঃধর্মীয় সংলাপ: শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের অঙ্গীকার

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান জোরদারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পিএফজি সমন্বয়কারী ও প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল।
সংলাপে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহিদ ও ইকবাল হোসেন, ফুলছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি l আলীম, উড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল খায়ের, পুরোহিত রজত কুমার ভট্টাচার্য, গাইবান্ধা জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ।
এছাড়া শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন এবং উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়ক শেখ ফরিদ।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা, পারস্পরিক আস্থা ও নৈতিকতার ভিত্তিতেই গড়ে উঠতে পারে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত সমাজ। ধর্ম কখনো বিভক্তির জন্য নয়, বরং ঐক্যবদ্ধ করে মানবিক সমাজ নির্মাণের জন্য। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়ে শান্তি ও সম্প্রীতির ফুলছড়ি গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত ফুলছড়ি গড়ার অঙ্গীকার নিয়ে সবাই ১১ দফা ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

শান্তিগঞ্জে কুয়েত প্রবাসীর আত্মহত্যা

বেনাপোল ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করলেন কাস্টমস কমিশনার

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক-১

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চিতলমারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দাদা ও নাতির, অশ্রুসিক্ত পরিবার

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে ধানের শিষের মনোনয়ন চান আব্দুল আওয়াল

পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

মুরাদনগরে শিশু সোহাগীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্ত ছাড়াই দাফন
