লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামিকে অভিনন্দন জানিয়ে জনরোষের মুখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জুলাই বিপ্লবের সময় ছাত্র হত্যার পলাতক প্রধান হুকুমের আসামি এবং সাবেক সংসদ সদস্য নয়নের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পোস্ট করায় লক্ষ্মীপুর-২ আসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোকন শেখ উপজেলা জুড়ে তীব্র জনরোষের মুখে পড়েছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫১ মিনিটে ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক শেখের ছেলে শেখ রানার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে এমপি নয়নকে অভিনন্দন জানানোর কথা উল্লেখ ছিল। এই পোস্টটি মুহূর্তেই ব্যাপক ক্ষোভ, ঘৃণা ও সমালোচনার জন্ম দেয় এবং স্থানীয়ভাবে তোপের মুখে পড়ে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক শেখ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন এবং এর কিছুক্ষণ পর এমপি নয়ন অন্য একটি নম্বর থেকে তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "আমি কেন একজন পলাতক খুনী আসামিকে শুভেচ্ছা জানাবো?" তিনি আরও দাবি করেন যে, কে বা কারা গোপনে ছবি তুলে তার ছেলে শেখ রানার ফেসবুকে পোস্ট দিয়েছে, তা তিনি জানেন না। নিজেকে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি উল্লেখ করে তিনি বলেন, কেউ শত্রুতা করে এমনটা করেছে। তিনি জানান, এমপি নয়ন তাকে কল দিয়েছিলেন, তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে, এই ঘটনা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে পুরো উপজেলায় তীব্র নিন্দার ঝড় বইছে। সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন যে, ৫ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর অবৈধ সরকারের পতনের পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান একাধিকবার আওয়ামী লীগ পরিবারকে পুনর্বাসনের চেষ্টা করেছেন। তারা বিদায়ী মুহূর্তেও আওয়ামী লীগের সদস্য শেখ পরিবারকে পুনর্বাসন করে যাওয়ার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে রায়পুর উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার ইমরান খান বলেন, ফারুক শেখকে চেয়ারম্যানের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, শুধুমাত্র এক মাসের কম সময়ের জন্য জন্ম নিবন্ধনের মতো প্রশাসনিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়