রায়পুরে আলোচিত সমালোচিত ইউএনও ইমরান খানের বদলি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খানকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যোগদানের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
ইউএনও ইমরান খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, সরকারি কাজে অনিয়ম এবং আওয়ামী ঘনিষ্ঠদের আশ্রয়–প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগ ঘিরে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছিল।
এর আগে গত ১৫ ডিসেম্বর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্থানীয় জনগণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
বক্তারা অভিযোগ করেন, ইউএনও ইমরান খান আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের পুনর্বাসন করেছেন, অথচ তাদের অপসারণের কোনো উদ্যোগ নেননি। এছাড়া সরকারি কাজে অবহেলা ও নানা অনিয়মের কারণে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছায়।
মানববন্ধনে বক্তারা ইউএনও ইমরান খানের স্বেচ্ছায় পদত্যাগ দাবি করেন এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।মানববন্ধন ও আন্দোলনের মুখে তার বদলির আদেশ এসেছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সে সময় ইউএনও নিজ অবস্থান টিকিয়ে রাখতে ছাত্রদের ব্যবহার করে পাল্টা আন্দোলন সংগঠিত করেন। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর হয়নি এবং তিনি পদে বহাল থাকেন।
রায়পুরের সাধারণ মানুষ বলছেন, ইউএনও শুধু রাজনৈতিক ঘনিষ্ঠদের সুবিধা দিয়েছেন তা-ই নয়, সরকারি দায়িত্ব পালনে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা করেছেন। তাদের অভিযোগ— শুধু বদলি করলেই হবে না, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একজন ব্যবসায়ী বলেন, “আমরা বহুদিন ধরে এ ইউএনওর অন্যায় কর্মকাণ্ডে ভুগেছি। তাকে সরানো স্বস্তির হলেও যদি শাস্তি না হয়, ভবিষ্যতে অন্যরা একই কাজ করতে সাহস পাবে।”
বদলির খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তবে স্থানীয়দের দাবি, শুধু বদলি নয়—সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে ইউএনও ইমরান খানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
বদলির বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, " সরকারি চাকুরীজীবিদের জন্য বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই নিয়মেই আমার বদলি হয়েছে। অন্য কোন কারণে নয়। শুধু আমি নয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে গণবদলি শুরু করা হয়েছে। "
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়