রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে এ্যারাবিয়ান অর্গানাইজেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা “ভয়েস অফ কুরআন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাঁচ ও দশপারাদুটি ভাগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নাটোর জেলার লালপুর উপজেলার মোঃ সায়াদ বিন একরাম, ২য় স্থান নাটোরের লালপুর উপজেলার মাহফুজ আলম মেহেদী, ৩য় স্থান রাজপাড়া থানার মুন্তাসির হক। দ্বিতীয় ভাগে ১০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ নতুনহাট উপজেলার মারুফ হাসান এবং ২য় স্থান নাটোর গুরুদাসপুর উপজেলার আশরাফুল ইসলাম, ৩য় স্থান রাজশাহী মোহনপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। সেরা কন্ঠ ও সেরা তাজবীদ হিসেবে ক্রেস্ট পুরস্কার পায় নাটোর গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ্ আল ক্বাফি, ও নাটোর লালপুর উপজেলার ইয়ামিন আলী।
পাঁচপারা কোরআন তেলাওয়াতে পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১ম স্থান অধীকারিকে ৩,০০০ টাকা, ২য় ২,০০০ টাকা, ৩য় স্থান ১,০০০ টাকা। ১০ পারা কোরআন তেলাওয়াতের পুরস্কার দেওয়া হয় ১ম স্থান – ৫,০০০ টাকা, ২য় স্থান ৩,০০০ টাকা, ৩য় স্থান ২,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং এ্যারাবিয়ান অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “পবিত্র কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করছে না, বরং তারা নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি সামনে কোরআন প্রতিযোগিতায়ও আয়োজন করবে উপজেলা প্রশাসন।
এ্যারাবিয়ান অর্গানাইজেশন সংস্থাটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,হাফেজ মাওলানা হুমায়ুন তারেক পলাশ ও মুস্তারিফ আহাম্মেদ সাকিব,হাফেজ মোঃইফাত সিয়াম ও হাফেজ মোঃ আব্দুর রব।
প্রতিযোগিতা উপলক্ষে শতাধিক প্রতিযোগির পাশাপাশি বাঘার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
