ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ৩:৩৩

রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে এ্যারাবিয়ান অর্গানাইজেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা “ভয়েস অফ কুরআন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাঁচ ও দশপারাদুটি ভাগে  কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নাটোর জেলার লালপুর উপজেলার মোঃ সায়াদ বিন একরাম, ২য় স্থান নাটোরের লালপুর উপজেলার মাহফুজ আলম মেহেদী, ৩য় স্থান রাজপাড়া থানার মুন্তাসির হক। দ্বিতীয় ভাগে ১০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ নতুনহাট উপজেলার মারুফ হাসান এবং ২য় স্থান নাটোর গুরুদাসপুর উপজেলার আশরাফুল ইসলাম, ৩য় স্থান রাজশাহী মোহনপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। সেরা কন্ঠ ও সেরা তাজবীদ হিসেবে ক্রেস্ট পুরস্কার পায় নাটোর গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ্ আল ক্বাফি, ও নাটোর লালপুর উপজেলার ইয়ামিন আলী।
পাঁচপারা কোরআন তেলাওয়াতে পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১ম স্থান অধীকারিকে ৩,০০০ টাকা, ২য়  ২,০০০ টাকা, ৩য় স্থান ১,০০০ টাকা। ১০ পারা কোরআন তেলাওয়াতের পুরস্কার দেওয়া হয় ১ম স্থান – ৫,০০০ টাকা, ২য় স্থান ৩,০০০ টাকা, ৩য় স্থান ২,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং এ্যারাবিয়ান অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “পবিত্র কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করছে না, বরং তারা নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি সামনে কোরআন প্রতিযোগিতায়ও আয়োজন করবে উপজেলা প্রশাসন। 
এ্যারাবিয়ান অর্গানাইজেশন সংস্থাটির   কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,হাফেজ মাওলানা হুমায়ুন তারেক পলাশ ও মুস্তারিফ আহাম্মেদ সাকিব,হাফেজ মোঃইফাত সিয়াম ও হাফেজ মোঃ আব্দুর রব।

প্রতিযোগিতা উপলক্ষে শতাধিক প্রতিযোগির পাশাপাশি বাঘার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর

আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ

গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া

কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন

তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা

চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড

ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা