গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ: পূণর্বাসন, পকেট কমিটি ও মেয়াদোত্তীর্ণ নেতৃত্বে স্থানীয় রাজনীতি সংকটে
গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও প্রতিবাদ জ্বলছে ত্যাগী নেতাকর্মীদের মনে। অভিযোগ উঠেছে—চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী কর্মীদের বিএনপিতে পূণর্বাসন, উপজেলা ও পৌর পর্যায়ে পকেট কমিটি গঠন এবং স্বজনপ্রীতির কারণে রাজনীতির ভেতরে ভেতরে সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা। এরই প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ সাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম লুলু, এসএম কামাল হোসেন ও মোস্তাক হোসেন ডলার।
বক্তারা জানান, সর্বশেষ ২০১৭ সালের ১৮ মার্চ জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। এর পর প্রায় নয় বছর কেটে গেলেও নতুন কমিটি গঠনের কোন উদ্যোগ নেয়া হয়নি। বরং সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় ত্যাগীদের বাদ দিয়ে পছন্দের লোকদের নিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে।
তারা প্রশ্ন তোলেন—“ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত থেকে গেলে এবং চিহ্নিত আওয়ামী কর্মীরা বিএনপিতে জায়গা করে নিলে দলের গণতান্ত্রিক ভিত্তি কোথায় দাঁড়াবে?”সাদুল্লাপুরে সংঘর্ষ, সুন্দরগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিল ও গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল আজ মানববন্ধন।
সাদুল্লাপুরে নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডেও পকেট কমিটি ও বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ঝাড়ু মিছিল করেছেন। এতে স্পষ্ট হয়েছে, গ্রাসরুট নেতাদের মধ্যে ক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে।
ত্যাগী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি নিজের সুবিধা বজায় রাখতে গোপনে নানা ধরনের কমিটি ঘোষণা করছে। অনেক ক্ষেত্রে চিহ্নিত আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীরাই এই কমিটিতে জায়গা পাচ্ছেন। এর ফলে ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবহেলা করা হচ্ছে, যা স্থানীয় রাজনীতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাইবান্ধা জেলা বিএনপি আজ দলে দলে বিভক্ত। নেতৃত্বের শূন্যতায় রাজনীতিতে অনিশ্চয়তা বিরাজ করছে। স্বজনপ্রীতি ও বিতর্কিতদের পূণর্বাসন বন্ধ করতে না পারলে দল ভেঙে পড়বে।”
নেতৃবৃন্দ মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, আন্দোলন-সংগ্রামে নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে গাইবান্ধা বিএনপি কোনদিন শক্তিশালী হতে পারবে না।
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল