ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ: পূণর্বাসন, পকেট কমিটি ও মেয়াদোত্তীর্ণ নেতৃত্বে স্থানীয় রাজনীতি সংকটে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৩:৫৫

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও প্রতিবাদ জ্বলছে ত্যাগী নেতাকর্মীদের মনে। অভিযোগ উঠেছে—চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী কর্মীদের বিএনপিতে পূণর্বাসন, উপজেলা ও পৌর পর্যায়ে পকেট কমিটি গঠন এবং স্বজনপ্রীতির কারণে রাজনীতির ভেতরে ভেতরে সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা। এরই প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ সাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম লুলু, এসএম কামাল হোসেন ও মোস্তাক হোসেন ডলার।

বক্তারা জানান, সর্বশেষ ২০১৭ সালের ১৮ মার্চ জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। এর পর প্রায় নয় বছর কেটে গেলেও নতুন কমিটি গঠনের কোন উদ্যোগ নেয়া হয়নি। বরং সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় ত্যাগীদের বাদ দিয়ে পছন্দের লোকদের নিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে।

তারা প্রশ্ন তোলেন—“ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত থেকে গেলে এবং চিহ্নিত আওয়ামী কর্মীরা বিএনপিতে জায়গা করে নিলে দলের গণতান্ত্রিক ভিত্তি কোথায় দাঁড়াবে?”সাদুল্লাপুরে সংঘর্ষ, সুন্দরগঞ্জ উপজেলায়  ঝাড়ু মিছিল ও গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল আজ মানববন্ধন। 

সাদুল্লাপুরে নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার  বিভিন্ন ওয়ার্ডেও পকেট কমিটি ও বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ঝাড়ু মিছিল করেছেন। এতে স্পষ্ট হয়েছে, গ্রাসরুট নেতাদের মধ্যে ক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে।

ত্যাগী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি নিজের সুবিধা বজায় রাখতে গোপনে নানা ধরনের কমিটি ঘোষণা করছে। অনেক ক্ষেত্রে চিহ্নিত আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীরাই এই কমিটিতে জায়গা পাচ্ছেন। এর ফলে ত্যাগী ও নির্যাতিত নেতাদের অবহেলা করা হচ্ছে, যা স্থানীয় রাজনীতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাইবান্ধা জেলা বিএনপি আজ দলে দলে বিভক্ত। নেতৃত্বের শূন্যতায় রাজনীতিতে অনিশ্চয়তা বিরাজ করছে। স্বজনপ্রীতি ও বিতর্কিতদের পূণর্বাসন বন্ধ করতে না পারলে দল ভেঙে পড়বে।”

নেতৃবৃন্দ মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, আন্দোলন-সংগ্রামে নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে গাইবান্ধা বিএনপি কোনদিন শক্তিশালী হতে পারবে না।

এমএসএম / এমএসএম

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

রাণীনগরে ত্রিমোহনী হাটে বৃষ্টি নামলেই হাঁটু পানি

পঞ্চগড়ে আদালতের নির্দেশিত জমিতে নিষেধাজ্ঞা না দিয়ে অন্য জমিতে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ