ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জীবন উৎসর্গ করা এক ব্রিটিশ নারীর বাংলাদেশি হওয়ার স্বপ্ন এখন বাস্তবের পথে


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১:১০

৫১ বছর ধরে বাংলাদেশের প্রান্তিক মানুষের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে নিবেদিত রেখেছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ। বয়স এখন ৮৬, কিন্তু মানুষের জন্য কাজ করার প্রাণশক্তি এখনও অটুট। বহু বছর ধরে চেষ্টা করেও বাংলাদেশি নাগরিকত্ব না পাওয়া এই মহিয়সী নারী এবার যেন নাগরিকত্বের স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহায়তায় তার নাগরিকত্ব প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।

১৯৩৯ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া জিলিয়ান রোজ ১৯৬৪ সালে মিশনারি হিসেবে আসেন বাংলাদেশের বরিশালে। কিছু সময় ইংল্যান্ডে ফিরে গেলেও, এখানকার মানুষের ভালোবাসায় আবার ফিরে আসেন ১৯৭৪ সালে। এরপর কখনও খুলনা, কখনও বল্লভপুর—বাংলাদেশের নানা প্রান্তে তিনি যুক্ত ছিলেন সমাজসেবা ও চিকিৎসা খাতে।

১৯৯৬ সাল থেকে তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এখানকার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য তিনি শুধুই একজন সেবিকা নন—তারা তাকে ভালোবেসে ডাকেন ‘মাদার তেরেসা’ নামে।

"মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিতে চাই"

জিলিয়ান রোজ বলেন  , বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের। এখানকার মানুষ আমাকে ভালোবেসেছে, আমিও তাদের ভালোবেসেছি। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই থেকে মানুষের সেবা করতে চাই।”

নাগরিকত্ব প্রক্রিয়া এখন প্রায় সম্পন্ন দীর্ঘদিনের আবেদন ও চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি নাগরিকত্ব পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু গত জুলাইয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ চলাকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নাগরিকত্বের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপর স্থানীয়ভাবে প্রয়োজনীয় সব কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা বরাবর তার নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানা জানিয়েছেন, জিলিয়ান রোজের মতো একজন মানবিক মানুষের নাগরিকত্বের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুতই সুখবর আসবে বলে আমরা আশাবাদী।” স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বল্লভপুর হাসপাতালের একাধিক স্টাফ জানান, উনার মতো একজন মানুষ আমাদের এখানে আছেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। উনি না থাকলে অনেক দরিদ্র মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হতেন। শেষ পর্যন্ত দেশের ‘আপন মানুষ’ হয়ে ওঠার পথে বাংলাদেশে কাটিয়ে দেওয়া দীর্ঘ সময়, মানুষের ভালোবাসা, আত্মত্যাগ আর নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ জিলিয়ান এম রোজ এখন কেবল একজন বিদেশি নন—এই দেশের মাটির সঙ্গেও তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। নাগরিকত্ব পেলে তিনি আর ‘অতিথি’ নন, হয়ে উঠবেন এই দেশেরই একজন ‘আপন মানুষ’।

এমএসএম / এমএসএম

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল