জীবন উৎসর্গ করা এক ব্রিটিশ নারীর বাংলাদেশি হওয়ার স্বপ্ন এখন বাস্তবের পথে

৫১ বছর ধরে বাংলাদেশের প্রান্তিক মানুষের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে নিবেদিত রেখেছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ। বয়স এখন ৮৬, কিন্তু মানুষের জন্য কাজ করার প্রাণশক্তি এখনও অটুট। বহু বছর ধরে চেষ্টা করেও বাংলাদেশি নাগরিকত্ব না পাওয়া এই মহিয়সী নারী এবার যেন নাগরিকত্বের স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহায়তায় তার নাগরিকত্ব প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।
১৯৩৯ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া জিলিয়ান রোজ ১৯৬৪ সালে মিশনারি হিসেবে আসেন বাংলাদেশের বরিশালে। কিছু সময় ইংল্যান্ডে ফিরে গেলেও, এখানকার মানুষের ভালোবাসায় আবার ফিরে আসেন ১৯৭৪ সালে। এরপর কখনও খুলনা, কখনও বল্লভপুর—বাংলাদেশের নানা প্রান্তে তিনি যুক্ত ছিলেন সমাজসেবা ও চিকিৎসা খাতে।
১৯৯৬ সাল থেকে তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এখানকার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য তিনি শুধুই একজন সেবিকা নন—তারা তাকে ভালোবেসে ডাকেন ‘মাদার তেরেসা’ নামে।
"মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিতে চাই"
জিলিয়ান রোজ বলেন , বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের। এখানকার মানুষ আমাকে ভালোবেসেছে, আমিও তাদের ভালোবেসেছি। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই থেকে মানুষের সেবা করতে চাই।”
নাগরিকত্ব প্রক্রিয়া এখন প্রায় সম্পন্ন দীর্ঘদিনের আবেদন ও চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি নাগরিকত্ব পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু গত জুলাইয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ চলাকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নাগরিকত্বের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপর স্থানীয়ভাবে প্রয়োজনীয় সব কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা বরাবর তার নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানা জানিয়েছেন, জিলিয়ান রোজের মতো একজন মানবিক মানুষের নাগরিকত্বের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুতই সুখবর আসবে বলে আমরা আশাবাদী।” স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বল্লভপুর হাসপাতালের একাধিক স্টাফ জানান, উনার মতো একজন মানুষ আমাদের এখানে আছেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। উনি না থাকলে অনেক দরিদ্র মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হতেন। শেষ পর্যন্ত দেশের ‘আপন মানুষ’ হয়ে ওঠার পথে বাংলাদেশে কাটিয়ে দেওয়া দীর্ঘ সময়, মানুষের ভালোবাসা, আত্মত্যাগ আর নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ জিলিয়ান এম রোজ এখন কেবল একজন বিদেশি নন—এই দেশের মাটির সঙ্গেও তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। নাগরিকত্ব পেলে তিনি আর ‘অতিথি’ নন, হয়ে উঠবেন এই দেশেরই একজন ‘আপন মানুষ’।
এমএসএম / এমএসএম

সিলেটে ভূমিকম্প অনুভূত

নির্বাচনে বিএনপির ভোটেই প্রার্থীরা বিজয়ী হবেঃ সিরাজুল ইসলাম সরদার

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রী নিহত

বেনাপোলে পার্টেসের চালানে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

"হ্যামিলিনের বাঁশিওয়ালা" কেন্দ্রীয় নেতার আগমনে জন স্রোত

তাড়াশে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত

তানোর-মুন্ডুমালা সড়কের সরু কালভার্টে দুর্ঘটনার ঝুঁকি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে

ঘাঘর নদীর মোহনায় বাঁধ অপসারণ না হওয়ায় প্রতীমা বিসর্জন উৎসব নিয়ে শঙ্কা

জীবন উৎসর্গ করা এক ব্রিটিশ নারীর বাংলাদেশি হওয়ার স্বপ্ন এখন বাস্তবের পথে

টুঙ্গিপাড়ায় দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নরসিংদী জেলা পুলিশের অভিযান, ৪৮ ঘণ্টায় গ্রেফতার ১০৩
