তাড়াশে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে বারুহাস ইউনিয়নের বিনসাড়া বাজারে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসুচী দেশব্যাপী ইউনিয়ন /পৌরসভায় জনসভা বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি মুল দল ও সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । তাড়াশ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র্যালিতে সভাপতিত্ব করেন বারুহাস ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার আলা উদ্দিন, ছাত্রফ্রন্ট সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগ সভাপতি আব্দুল রুবেল সরকার, যুক্তফ্রন্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, জেলা সিনিয়র যুক্তফ্রন্ট তারাপদ হলদার, হিন্দু ভক্তফ্রন্ট সভাপতি উত্তম দেব, উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক আব্দুল হান্নান সহ জাকের পার্টির মূলদল,সকল সহযোগী সংগঠনের ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাকের পার্টি নেকা কর্মীরা নীতি আদর্শ ও সততার সাথে চলে। জাকের পার্টির কোন কর্মী নেতা কেউ কোন দুর্নীতি, অর্থ কলংকারী ও অপকর্মের সাথে জড়িত নয়। তিনি আরোও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ, জাকের পার্টির আদর্শ প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগনকে বুঝতে হবে শান্তির জায়গা আস্থার জায়গা এই জাকের পার্টি। মানুষকে চেনাতে হবে জাকের পার্টি কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্ট মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশে শান্তি ও দূর্নীতি মুক্ত দেশ গঠনের সুযোগ দিন। সকল মানুষকে জাকের পার্টি ছায়াতলে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত