সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট

দীর্ঘদিন চিকিৎসকশূন্যভাবে চলছে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার শেষ আশ্রয়স্থল সাতক্ষীরা সদর হাসপাতাল। সার্জারি, গাইনি, চক্ষু, অ্যানেসথেসিয়া, পেডিয়েট্রিক্স, ইএনটি, প্যাথলজি ও রেডিওলজিস্টসহ ১৬জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শুন্য রয়েছে। সদর হাসপাতালে ২১ জন চিকিৎসকের পদের বিপরীতে মাত্র পাঁচজন ডাক্তার দিয়েই চলছে ১০০ বেডের এ হাসপাতালটি। জনবলের চরম সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার হাজার হাজার সাধারণ মানুষ। চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় সীমাহীন ভোগান্তি, দালালের দৌরাত্ম্য, বেসরকারি ক্লিনিকের লাগামহীন বাণিজ্যের কারণে সর্বস্বান্ত হয়ে পড়ছে জেলার সাধারণ মানুষ।
সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে সব মিলিয়ে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এরমধ্যে শূন্য রয়েছে ১৬টি চিকিৎসকের পদ। চারজন মেডিকেল অফিসার এবং একজন জরুরি বিভাগের মেডিকেল অফিসার দিয়ে চলছে ১০০ বেডের সাতক্ষীরা সদর হাসপাতাল।
সিভিল সার্জনের কার্যালয় থেকে আরো জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) একজন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থো. সার্জারি) একজন, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) একজন, সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু) একজন, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) একজন, জুনিয়র কনসালট্যান্ট (পেডিয়েট্রিক্স) একজন, জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) একজন, জুনিয়র কনসালট্যান্ট (বিষয়বিহীন) একজন, জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি) একজন, জুনিয়ন কনসালট্যান্ট (গাইনি) একজন, মেডিকেল অফিসার দুজন, মেডিকেল অফিসার (জরুরি বিভাগ) দুজন, মেডিকেল অফিসার আয়ু (উন্নয়ন) একজন ও রেডিওলজিস্ট একজনের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এরমধ্যে কয়েকটি অভিজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে বেশ কয়েক বছর ধরে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে আরও জানা যায়, সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ২৫ জন, স্টাফ নার্স তিনজন, সহকারী নার্স একজন, মেডিকেল টেক: (ল্যাব) একজন, মেডিকেল টেক: (রেডিও) একজন, মেডিকেল টেক: (ডেন্টাল) একজন, স্টোর কিপার একজন, টিকিট ক্লাক একজন, ড্রাইভার একজন, পাম্প মেশিন অপারেটর একজন, এমএলএসএস দুইজন ও সুইপার তিনজনের পদ শুন্য রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সার্জারী, গাইনী, চক্ষু, ইএনটিসহ অন্যান্য বিভাগে রোগী থাকলেও নেই অভিজ্ঞ চিকিৎসা। ফলে ধার করা চিকিৎসকের নিকট থেকেই নিতে হচ্ছে স্বাস্থ্যসেবা। মেডিকেল অফিসার এবং ধার করা চিৎিসক দিয়ে দিয়েই চলছে তাদের চিকিৎসা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তার না পেয়ে সীমাহীন হতাশা প্রকাশ করেছেন অনেক রোগী ও তার স্বজনরা।
তারা বলেন, জেলার ২২ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল সাতক্ষীরা সদর হাসপাতাল। কিন্তু এখানে কোন তেমন কোন অভিজ্ঞ চিকিৎসক নেই। দীর্ঘ দিন সাতক্ষীরা সদর হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের পদ শুন্য থাকলে এ বিষয়ে এখানকার জনপ্রতিনিধিরা কোন ভূমিকা রাখে না। এটা খুবই দু:খ জনক।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান এক সময় খুবই ভাল ছিল। তখন সাধারণ জনগন জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্যসেবা নিতে আসতো। কিন্তু বর্তমানে চিকিৎসকের চরম সংকটের কারণে স্বাস্থ্যসেবার মান অনেক কমে গেছে।
তিনি আরো বলেন, চিকিৎসকরা নামের আগে ডিগ্রি বসানোর জন্য সদর হাসপাতালে থাকতে চাচ্ছে না। বিভিন্ন ভাবে দেন-দরবার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাচ্ছে। আবার সেখানে যেয়ে বিভিন্ন অযুহাতে ক্লাস ফাঁকি দিয়ে প্রাইভেট প্যাকটিসে নিয়োজিত হচ্ছে। অযুহাত আর পাল্টা অযুহাতে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। শুধু চিকিৎসকরা নয়, চিকিৎসকের যে সকল এ্যাসিসট্যান্ট ছিল তারাও সাতক্ষীরা মেডিকেল কলেজে বদলি হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছে। ফলে কোন প্রকার সেবা পাচ্ছেনা সদর হাসপাতালে আগতরা।
তিনি আরও বলেন, সদর হাসপাতালে একটি ব্যবস্থাপনা কমিটি আছে। এ কমিটিতে জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য অর্ন্তভূক্ত আছেন। কিন্তু দীর্ঘ চিকিৎসক সংকট থাকলেও তাদের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। বিষয়টি খুবই দুঃখ জনক উল্লেখ করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট মোকাবেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালটি একশ বেডের হাসপাতাল হলেও এখানে প্রতিদিন দুইশ থেকে আড়াইশ রোগী অন্ত:বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকে। এছাড়াও প্রতিদিন বহিঃবিভাগ প্রায় সাড়ে চারশ এবং জরুরী বিভাগে ৭০ থেকে ৮০ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিতে হয়। সব মিলিয়ে সদর হাসপাতালে প্রতিদিন প্রায় আটশ’ থেকে নয়শ’ রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে। কিন্তু এসব রোগীদের সেবা দেয়ার জন্য যে সব বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা সে সব বিশেষজ্ঞ ডাক্তারের পদ দীর্ঘ দিন যাবত শুন্য হয়ে আছে। কিন্ত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক দুজন ডাক্তার ধার করে কোনভাবে সেবা দিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, বিভিন্ন কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে অভিজ্ঞ ডাক্তাদের ধরে রাখা যাচ্ছে না। সদর হাসপাতালের জনবল সংকটের বিষয়টি অধিদপ্তরে প্রতি মাসে জানানো হয়। ব্যক্তিগতভাবেও ডাক্তারের জন্য যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখানো কোন ডাক্তার পাওয়া যায়নি। তবে সাম্প্রতি একটি নিয়োগ হয়েছে এখান থেকে কিছু জনবল পাওয়া যাবে বলে তিনি জানান।
এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
