ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রায়পুরে ইউএনও-র বিরুদ্ধে বিক্ষোভ, পরে ক্ষমা চাইলেন অটোচালক ও মালিক শ্রমিকরা


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ১২:৫৩

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের বিরুদ্ধে ভুল বোঝাবুঝির কারণে সকালে বিক্ষোভ মিছিল করে অটো রিকশা ড্রাইভার ও মালিক শ্রমিকরা। পরে বিকেলে নিজেদের ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছেন। ২১ সেপ্টেম্বর (রবিবার) সকালে রায়পুর পৌরসভার মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। এসময় তাদের স্লোগান ছিল, “মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, রিক্সা থেকে টাকা নিয়ে খায় কে? ইউএনও খায়।” বিকেলে পৌরসভা কার্যালয়ে বিএনপি, জামায়াত নেতা এবং উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান অটো রিকশা ড্রাইভার ও মালিক শ্রমিকদের নিয়ে বসেন। আলোচনার পর সবাই নিজেদের ভুল বুঝতে পেরে তখনই ক্ষমা চান।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বিক্ষোভকারীদের সাধারণ ক্ষমা করে দিয়ে বলেন, “রায়পুরে চার হাজারেরও বেশি অনিবন্ধিত অটো রিকশা রয়েছে। তাদের বেপরোয়া গতি ও বিশৃঙ্খলার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং অটো রিকশা ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। এসব অনিয়ম রোধ ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটো রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।” তিনি জানান, নিবন্ধনের জন্য ৩,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে, যা কেবল নিবন্ধনের জন্য নয়, বরং এর সাথে ড্রাইভারদের লাইসেন্সসহ আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে নম্বরপ্লেট, লাইসেন্স, প্রশিক্ষণের ব্যবস্থা, ড্রাইভারদের জন্য ড্রেস, ২০ কেজি চাল এবং ড্রাইভারদের স্ত্রীদের জন্য মাতৃত্বভাতাসহ বিশেষ সুবিধা।

এই সুবিধার কথা শুনে অটো রিকশা ড্রাইভার ও মালিক শ্রমিকদের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের যৌক্তিক আলোচনার সঙ্গে একমত পোষণ করে বলেন, “ইউএনও আমাদের জন্য যে সুযোগ সুবিধা রেখেছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমরা সকল যৌক্তিক দাবি মেনে নিয়েছি, তবে আমাদের অনুরোধ থাকবে ৩ হাজার টাকা নিবন্ধন ফি থেকে কিছুটা কমিয়ে কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ করে দিলে ড্রাইভার সবার জন্য সুবিধা হবে। কারণ, একসঙ্গে তিন হাজার টাকা দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর।” এরপর প্রশাসন ও বিক্ষোভকারীদের মধ্যে ভুল বোঝাবুঝির সমাধান হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান, ওসি (তদন্ত) মান্নান, বিএনপি নেতা নাজমুল ইসলাম মিঠু, এবিএম জিলানী, নজরুল ইসলাম লিটন, জামায়াত নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, অটো রিকশা ড্রাইভার ও মালিক শ্রমিকদের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ