হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার
হালদা রক্ষায় সবার সম্মিলিত প্রচেস্টা প্রয়োজন কেবল প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা হালদা রক্ষা সম্ভব নয়। পাহাড়ি ঢলে যেমন মা মাছের ডিম ছাড়ে তেমনি উজান থেকে নেমে আসা পানি তথা পাহাড়ি ঢলের সাথে হালদায় বালি নামে। বালু ভরাটের কারণে হালদা তার নাব্যতা হারাচ্ছে তাই ম্যানুয়ালি বালু উত্তোলন করা জরুরী হয়ে পড়েছে। ডলফিন কিংবা মা মাছের মৃত্যু ঘটলে কারণ নির্ণয়ে হালদার নিজস্ব ল্যাব দরকার। হালদাকে দূষণমুক্ত করতে হালদা সংলগ্ন সকল কারখানা ইটিপির আওতায় আনতে হবে। শাখা খালগুলো খননের ব্যবস্থা নেয়ার পাশাপাশি খালের বিভিন্ন অংশে দেয়া প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে। হালদার স্লুইসগেইট যথাসময়ে খোলা ও বন্ধ না করার কারণে একদিকে যেমন হালদায় শাখা খালের চাপ কমে গেছে অপরদিকে শাখা খাল সংলগ্ন চাষাবাদে বাধাগ্রস্থ হচ্ছে। তাই স্লুইসগেট যথাসময়ে খোলা ও বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। বর্শি, ভাসা জাল, ঘেরা জাল, বিষ প্রয়োগ করে মাছ নিধনে কঠোর ব্যবস্থা নিতে হবে। টেনারি বর্জ্য, পোল্ট্রি ফার্মসহ যে কোন বর্জ্য থেকে হালদাকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা প্রানিসম্পদ কার্যালয়ের হলরুমে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনারে মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এসময় তিনি বক্তব্যের এক পর্যায়ে হালদার মাছ নিধনে যারা বিষ প্রয়োগ করছেন তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরহাদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম, মেখলের রাশেদুল আলম, থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মৎস্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিম সংগ্রহকারী কামাল সওদাগর, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফিউল আলম, শহিদুল হক, আশু বড়ুয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ