শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে এবং সরকারিকরণ ঘটে ১৯৮৫ সালে। ২০১২ সালে কলেজটিতে স্নাতক (অনার্স) কোর্স চালু হয়। বর্তমানে কলেজটিতে আটটি বিষয়ে অনার্স শিক্ষা কার্যক্রম চলছে, যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৮৩৮। কিন্তু প্রতিষ্ঠানটির শিক্ষকের সংখ্যা মাত্র ২২ জন, যা প্রয়োজনীয় ৩৬ জনের থেকে অনেক কম। ফলস্বরূপ, শিক্ষক সংকটের কারণে পরীক্ষার ফলাফল মারাত্মকভাবে নিম্নমুখী হচ্ছে।
এছাড়া, দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীরা মহিলা হোস্টেলের অভাবে লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। অনেক শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গিয়ে অনার্স পরীক্ষা দিতে হচ্ছে, যা তাদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে শিক্ষার্থীরা মহিলা হোস্টেল নির্মাণ, শিক্ষক সংকট নিরসন ও নবীনগর কলেজে অনার্স পরীক্ষার ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানাচ্ছে।
ইংরেজি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, “এ কলেজ একটি ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীদের প্রাপ্য সহায়তা দিতে পারছেন না। আমরা আশাবাদী যে দ্রুত এ সমস্যার সমাধান হবে।”
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুল ইসলাম খান জানান, অনেক বিভাগে একজন করে শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে, যা ছাত্রদের স্বপ্ন পূরণের পথে বাধা।
কলেজের লাইব্রেরিয়ান জাকির হোসেন বলেছেন, “বিভিন্ন কলেজ থেকে ভালো শিক্ষক বদলি হওয়ার ফলে সংকট তৈরি হচ্ছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন।"
কলেজের অধ্যক্ষ একে এম রেজাউল করিম বলেন, “শিক্ষক সংকটের কারণে লেখাপড়ার মান কমে যাচ্ছে এবং শিক্ষকরা একাধিক ক্লাস নেওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন। মহিলা হোস্টেল না থাকায় ছাত্রীরাও সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আশা করি, কর্তৃপক্ষ কলেজের ইতিহাস ও ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে দ্রুত এসব সমস্যার সমাধান করবেন।”
নবীনগর সরকারি কলেজের এই সংকট দূরীভূত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শিক্ষার মান উন্নয়ন নিতান্ত জরুরি।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
