ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

যৌতুক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:৫২
যৌতুক
কবি গোলাম মতিন রুমি
 
যৌতুক পাগল এ সমাজ জুড়িয়া পড়িছে বিয়ের ধুম,
দেখি শিক্ষিত-মূর্খ এক সুরে করে আগডুম বাগডুম।
অসংখ্য বর পশুর তুল্য অর্থের লোভে পড়ি
কন্যা পক্ষের কাছে বিক্রয় হইতেছে দাম ধরি।
অহরহ বিবেক হীনতার কাজ দেখেছি সমাজ মাঝে
মোটা অংকের যৌতুক লোভে নাবালকও বর সাজে।
আজ গোটা দেশ জাতি পড়িছে বিপাকে মেয়ে আছে যার ঘরে,
যৌতুক নামের অনর্থক ঋণ শোধিতে হচ্ছে তারে।
হায়রে যুগের নীতি
কন্যা সন্তান যেন অশনি সংকেত অভিশাপ লাল বাতি।
ওই পুরুষ শোষনে বঞ্চিত নারী বিবাহ মঞ্চে হায়!
বধু মোহরানা ফাকি দিয়া বর উল্টো মোহর নেয়।
স্রষ্টার বিধান রাষ্ট্রীয় আইন সব কিছু ফাকি দিয়া
স্বার্থ লোভী বর করিছে বিবাহ  যৌতুক বুঝে নিয়া।
এরা মানব সমাজের কলংক পাপী ঘৃনিত জঘন্য নর,
জাগো দেশবাসী হে অসভ্য লোভী হও সাবধান হুশিয়ার।

এমএসএম / এমএসএম