শেরপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শেরপুর শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে এ আয়োজন করে হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখা। জেলায় কর্মরত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখার সভাপতি মমিনুল হক পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।
তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানব সৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।
কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করে তিনি আরো বলেন, ব্রিটিশদের সংবিধান এদেশের মানুষের শান্তি ও প্রকৃত মুক্তি দিতে পারেনি। তাই এসব বিধান বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত জীবন বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তবেই মিলবে প্রকৃত মুক্তি।
শেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তাএ, জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
এমএসএম / এমএসএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আ. লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাদবর সহ অর্ধশত নেতাকর্মী
কেপিআইতে অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন প্রোগ্রাম
লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস
নোয়াখালীতে রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন
লাকসাম পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা
বিনোদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
কসবা উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ফরিদপুর সুগার মিলে ৫০তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন