জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা
আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপে জামায়াত-এনসিপি ও আওয়ামী লীগের এজেন্টরা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে মন্তব্য করেছেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন।
তিনি আরও বলেন,পূজার নিরাপত্তার বিষয়ে আমাদের দলের নেতাকর্মীদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি ও জামায়েতে ইসলামীর নেতারা। গত বৃহস্পতিবার বিকালে খালিয়াজুরী উপজেলা বিএনপির জরুরি সভায় এমন মন্তব্য করেন জিয়া উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুসহ দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার জিয়া উদ্দিনের বক্তব্যের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে তীব্র প্রতিক্রিয়া জানান এনসিপির নেতারা। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক প্রীতম সোহাগ ফেসবুকে জিয়া উদ্দিনের বক্তব্যের ভিডিও ক্লিপ যুক্ত করে দীর্ঘ এক পোস্টে লিখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দীন ধনু নদে লেপসিয়া গ্রাম দিয়ে যাওয়া জলযান থেকে চাঁদাবাজি চক্রের প্রধান। সে লুৎফর জামান বাবর সাহেবের চাচাতো ভাই পরিচয়ে চাঁদাবাজ সাম্রাজ্য তৈরি করে রেখেছে। খালিয়াজুড়িতে চাঁদাবাজ চক্রের এই গডফাদার হঠকারী বক্তব্য দিয়েছে যে এনসিপি নাকি হিন্দুভাই বোনদের পূজা মন্ডপে হামলা করবে। জেলাজুড়ে হিন্দু ভাইদের নামে গণহারে মিথ্যা মামলা ও তাদের দোকান পাটে লুটপাট এবং হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।
অন্যদিকে হিন্দু -মুসলিম তরুণদের সমন্বয়ে গঠিত দল এনসিপির নেতারাই ৫ আগস্টের পর সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মন্দির পাহাড়া দিয়েছিলো।
তিনি আরও লিখেন, বিগত ১৩/১৪ মাসে
নেত্রকোনায় এনসিপির কোনো নেতাকর্মী কোনো উপজেলা বা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের কোনো মন্দিরে হামলা বা আক্রমণের কোনো নজির যদি দেখাতে না পারেন, তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে মির্জা উদ্দিন ক্ষমা চেয়ে এনসিপিকে জড়িয়ে তার বক্তব্য প্রত্যাহার করবে। জেলা বিএনপিকে এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ধরা হবে এটি নেত্রকোনা জেলা বিএনপির দলীয় বক্তব্য। তখন জেলা এনসিপিও বসে থাকবে না।
ওই বক্তব্যের পর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন মুঠো ফোনে বলেন রাজনৈতিক বক্তব্যে মানুষ কতকিছুই বলে আমিও বলেছি তাতে কি হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী মুঠোফোনে বলেন, যদি সত্যিই জিয়া উদ্দিন এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তবে সেটি কেবল তাঁর ব্যক্তিগত মতামত। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,জামায়াত কিংবা এনসিপি এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না। আমরা তাদের সঙ্গে মিলেমিশে কাজ করছি এবং ভবিষ্যতেও সে সম্পর্ক অটুট থাকবে।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভপতি আব্দুর রউফ স্বাধীনের মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু বলেন, ওইদিন আমি সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলাম। এতে জিয়া উদ্দিন যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যাক্তিগত বক্তব্য দিয়েছেন তার দায়ভার উপজেলা বিএনপি নিবে না। এ বিষয়ে বেশি কিছু আর তিনি বলতে চাননি। জিয়া উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা নিয়ে সভাপতির সাথে কথা বলুন।
এনসিপির কেন্দ্রিয় সদস্য ফাহিম রহমান খান পাঠান বলেন, বিএনপি নেতা জিয়া উদ্দিনের এমন সাংঘর্ষিক বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানাই। সেইসাথে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপিকে বলব এই ধরনের সাংঘর্ষিক বক্তব্যে দেয়া থেকে বিরত থাকবেন৷ আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম।
উপজেলা জামায়াতের আমির মাওলান ঈসমাইল হোসেন বলেন, আমরা অতীতেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বিএনপি নেতা যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তারা এমন ধরণের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপাতে পারে বলে আমরা আশংকা করছি।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত