প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে পদ্মছড়া লেক

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে বলা হয় প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। দুটি পাতা একটি কুঁড়ির প্রাচুর্য আর প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এ জনপদ সৌহার্দ্যপূর্ণ ও মমতায় ভরপুর। চারদিকে রয়েছে সবুজ পাহাড় আর উঁচু-নিচু টিলার সমাহার। পর্যটকদের জন্য এ উপজেলায় রয়েছে মাধবপুর লেক, ধলই চা-বাগানের বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও হামহাম জলপ্রপাত। তার সাথে নতুন করে যুক্ত হয়ে পর্যটকদের আকর্ষণ কাড়ছে উপজেলার মাধবপুর ইউনিয়নের ‘পদ্মছড়া চা- বাগান লেক’। অপরূপ এই লেকটি দেখতে পর্যটকরা বছরের যে কোনো সময় আনন্দভ্রমণ, পিকনিক বা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে আসতে পারেন।
পাহাড়ের বুক চিরে নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মাঝে প্রকৃতির সৌন্দর্য বিলিয়ে দেয়া লেকটি দেশের অনেকেরই কাছে এখনো অচেনা-অজানা। এখানে ভ্রমণে এলে পলকেই আপনার মনকে চাঙ্গা করে তুলবে লেকটির প্রকৃতি। আপনি বিমোহিত হয়ে মিলিয়ে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্যে। চারদিকে চা বাগানের মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে। লেকটির চারপাশে গাছে গাছে পাখিদের ডাক আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। পাহাড়-টিলার মাঝখানে অবস্থিত লেকটি সত্যিই অপূর্ব। তাই তো প্রতিদিন পর্যটকরা আসছেন 'পদ্মছড়া' লেকের সৌন্দর্য উপভোগ করতে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয়ভাবে সংস্কার করা ও পর্যটকদের জন্য আরো উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
পদ্মছড়া লেকে ঘুরতে আসা কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, আব্দুল বাছিত খান, এলিসন সুঙ, আশরাফ সিদ্দিকী পারভেজ, সুমন আহমদ বলেন, আসলেই সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে পদ্মছড়া লেকটি। চারদিকে সবুজের সমারোহ লেকটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
আলাপকালে মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী বলেন, পদ্মছড়া চা বাগানের লেকে অনেক পর্যটক আসছেন। লেকটির সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ করা হলে পর্যটকদের ঢল নামবে এবং সরকারের রাজস্ব আয় হবে।
এমএসএম / জামান

ফেসবুক ছিল বিনোদনের জায়গা, এখন আয়ের মূল উৎস

তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন
