ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ১:৫৬

এবছর দুর্গাপূজায় বর্ণিল সাজে সেজেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গের জেলা শহর ঝিনাইদহ। শহরটির প্রাণকেন্দ্র তথা, কেপি বসু সড়কে অবস্থিত বারোয়ারি পূজা মণ্ডপে চলছে সাজ-সাজ রব। দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে নানামুখী কর্মব্যস্ততায় কাটছে ভক্তবৃন্দের দিন-রজনী।কেপি বসু সড়কে অবস্থিত বারোয়ারি মন্দিরটি দেবী দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনে বহুকাল ধরে সবচেয়ে বড় পূজা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝিনাইদহ বারোয়ারি পূজামণ্ডপের সভাপতি বিকাশ রায় বলেন, "সমগ্র ঝিনাইদহ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ হিসেবে এটি বহুকাল ধরে মা দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে আসছে। প্রতিবারের মতো আমরা এবছরও সবচেয়ে বড় প্রতিমা তৈরি করেছি।...বিগত সময়ের চেয়ে এইবার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এখনো পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা সকলে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান করতে চাই।"
ঝিনাইদহের কেপি বসু সড়কে অবস্থিত বারোয়ারি পূজামণ্ডপে আয়োজিত পূজা কার্যক্রমের সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদান করছেন বিশিষ্ট সমাজসেবক, শফিকুর রহমান জুজু। এদিকে, দুর্গাপূজা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার কথা জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রায়।
মা দুর্গার আশীর্বাদ নিতে আসা এক ভক্ত বলেন,  "এটি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।... এই দেশ আমাদের সকলের। আমরা সকলে একসাথে হাসি-আনন্দে দিন কাটাতে চাই। কোন প্রকার ধর্মীয় ভেদাভেদ নয়, সাম্যের বাংলাদেশ গড়াই হোক আমাদের লক্ষ্য।"
এদিকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, "এবছর দুর্গাপূজায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। আমরা যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছি।"
অপরদিকে, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, "এবারের দুর্গাপূজায় সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে আমরা পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ সক্রিয় অবস্থানে আছে।"
সদর উপজেলার ১০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হলেও, জেলা প্রশাসনের তথ্যমতে, এবছর পুরো ঝিনাইদহ জেলা জুড়ে সর্বমোট ৪৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুবড়িয়াতে দুর্গাপূজায় প্রায় ৩০০ টি-শার্ট উপহার দিলেন লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন

মোহনগঞ্জে তীব্র গরম, লোডশেডিংয়ে জনজীবন দুর্বিসহ

চট্টগ্রামে সরকারি বাসা বরাদ্ধে ঘুষ বাণিজ্য

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা