চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন সিনিয়র সচিব নাসিমুল গনি
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব, চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি শেলী শারদীয় দূর্গা উৎসবের মহানবমীর দিনে চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেছেন। বিকেলে তিনি প্রথমে যান পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সার্বজনীন দূর্গাপুজা মন্ডবে। এসময়ে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, বাংলদেশ পুজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহবায়ক গোবিন্দ কুমার রাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল তাকে স্বাগত জানান।
এরপর তিনি পুজামন্ডব ঘুরে দেখেন। পরে তিনি মন্ডবে আগত দর্শনার্থীসহ উপস্থিত সকলের উদ্যেশে বলেন, চৌগাছা আমার জন্মভূমি অনেক ব্যস্ততার মাঝেও মন ছুটে আসে নিজ এলাকার দিকে। তাই ব্যস্ত সময়ের মাঝেও কিছুটা সময় পেলে নাড়ির টানে এখানে ছুটে আসি।
হিন্দু মুসলিম সকলেই আমরা ভাই ভাই, আজ শারদীয় উৎসব হচ্ছে সেখানে মুসলিমদের সরব উপস্থিতি দেখেছি, তাদের সুখ দু:খের সাথি হয়ে গেছে মুসলামানরা অনুরুপ ভাবে মুসলমনদের ঈদ উৎসবে আমি হিন্দু ভাইদের যেতে দেখেছি যা একটি নজির। সারা দেশে এবারের শারদীয় উৎসব অত্যান্ত সুন্দর ও উৎসব মুখোর পরিবেশে সাথে উদযাপিত হচ্ছে এটি সম্ভব হয়েছে সকলের আন্তরিকায়। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এ ভাবেই সারা জীবন কাটাতে চাই।
এ সময় যশোরের মাননীয় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, সিনিয়র সচিবের একান্তু সচিব মো: রাহাত বিন কুতুব, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফায়ার সার্ভিসের চৌগাছা কমান্ডার জাহিদ হোসেন, চৌগাছা কামিল মাদ্রসার অধ্যক্ষ আলাউদ্দিন, সংশ্লিষ্ঠ পুজা মন্ডবের সভাপতি রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ দিকে সরকারের একজন উচ্চপদস্থ্য কর্মকর্তাকে পুজামন্ডবে পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দে আত্মহারা। তারা সিনিয়র সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোলা মেলা কথা বলেন এবং নানা ধরনের ফল ও শারদীয় উৎসবের অন্যতম খাবার নারিকেলের নাড়ু খেতে দেন।
এরপর সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কালিতলার কালিমন্দির পরিদর্শনে যান। সেখানে পৌছালে মন্দিরে দায়িত্বরত হিন্দু নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি পুজামন্ডব ঘুরে দেখেন এবং উপস্থিত সকলের সাথে কুশল মিনিময় করেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্যেশ্যে চৌগাছা ত্যাগ করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫