ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ২:৪০

যশোরের চৌগাছায় ভারত সীমান্ত ঘেষা কুলিয়া বাওড় হতে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন থানা পুলিশ। বুধবার মাঝ রাতে বাওড়ের পানির পটের ধাপের নিচে হতে ওই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কঙ্কাল কুলিয়া গ্রামের নিখোঁজ আব্দুর রাজ্জাকের বলে পরিবার দাবি করছেন। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য কঙ্কাল যশোর আড়াইশ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েন পুলিশ।
থানা,স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার সুখপুকুরিয়া ইউনয়নের ভারত সীমান্ত ঘেষা কুলিয়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আলাউদ্দিন বাওড়ে ঠেলা জালে মাছ ধরতে যান। এসময় পটের ধাপ টান দিলে জালের সাথে একটি মানুষের কঙ্কাল বের হয়ে আসে। তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা বাওড় পাড়ে যেয়ে কঙ্কালটি দেখতে পাই। ওই সময়ে কুলিয়া গ্রাম থেকে প্রায় সাড়ে ৯ মাস আগে নিখোঁজ হওয়া আব্দুর রাজ্জাকের (৪৬) ছেলে সোহাগ হোসেনও ঘটনাস্থলে যান। তিনি কঙ্কালে জড়িয়ে থাকা শীতের কালো গেঞ্জি ও কালো প্যান্ট দেখে কঙ্কাল তার পিতার বলে দাবি করেন। নিখোঁজ আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাঝ রাতে কঙ্কাল বাওড়ের পানি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 
বাওড়টি কুলিয়া গ্রামের গা ঘেষা, স্থানীয় পাঁচপীরতলা বিওপি ক্যাম্প সন্নিকটে ও ভারতের মশ্মমপুর গ্রামের অনুমান ৩শ গজ দুরে অবস্থিত।
কুলিয়া গ্রামের বাসিন্দা মুকুল হোসেন, আশাদুল ইসলাম, আবু বকর, মাসুদ রানা, আরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি প্রায় সাড়ে নয় মাস আগে নিঁেখাজ হয়। তার পরিবার সব জায়গায় খোজখবর নিলেও তার কোনই সন্ধান পাই না। পরিবার রাজ্জাকের ফিরে আসা এক প্রকার ছেড়ে দিয়েছেন। আজ (বুধবার) গ্রামের আলাউদ্দিন বাওড়ে মাছ ধরতে যেয়ে ওই কঙ্কালটি পটের ধাপের নিচে দেখে ডাক চিৎকার দেয় এবং গ্রামবাসি সেখানে ছুটে যায়। নিখোঁজ আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেনও যান এবং কঙ্কালের দেহে থাকা পোষাক দেখে সে নিশ্চিত হয় এটি তার পিতার কঙ্কাল। কি কারনে তার মরাদেহ পটের ধাপের নিচে এলো তা কিছু জানেনা গ্রামবাসি।
নিখোঁজের স্ত্রী শাহানারা খাতুন বলেন, তার স্বামী সাড়ে ৯ মাস আগে বিকেলে বাড়ি থেকে বের হয় আর ফিরে আসেনি। সে কোথায় গেছে কেন গেছে কিছুই জানা ছিলো না। আমরা নিকট আত্মীয়সহ সম্ভব্য সকল জায়গায় খুজেছি কিন্তু পাইনি। তবে থানায় কোন জিডি করেনি। তার ফিরে আসা আমরা অনেকটাই ছেড়ে দিয়েছিলাম। আজ বাওড়ের পানিতে কঙ্কল পাওয়ার খবর পেয়ে ছুটে যাই এবং তার পরনে পোষাক দেখে আমি নিশ্চিত হয়েছি এটি আমার স্বামীর কঙ্কল।
নিখোঁজের বড় ছেলে সোহাগ হোসেন (৩০) বলেন, তার পিতা নিখোঁজ হয়েছেন প্রায় সাড়ে নয় মাস আগে। আমরা অনেক জায়গায় খুজেছি কিন্তু কোনই সন্ধান পাইনি, তবে থানাকে আমরা জানায়নি। আজকে বাড়ির পাশে বাওড়ের পানিতে একটি কঙ্কল পাওয়া গেছে খবর পেয়ে ছুটে যায় এবং পোষাক দেখে নিশ্চিত হয়েছি এটি আমার পিতার কঙ্কল। কেন কিভাবে তার মৃত্যু হলো তা কিছুই বুঝে আসছে না।
সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বলেন, অনেক আগে কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক নিখোঁজ হয়েছে এমন একটি খবর আমি পেয়েছিলাম। আজ সন্ধ্যায় খবর পাই বাওড়ে একটি কঙ্কল পাওয়া গেছে খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এটি নিখোঁজ আব্দুর রাজ্জাকের কঙ্কল। কেন কিভাবে সে মারা গেছে তা জানতে পারেনি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ কুলিয়া গ্রামের ঘটনাস্তলে যাই এবং রাতে কঙ্কলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। স্থানীয় ও পরিবারের দাবি এটি গ্রামের নিখোঁজ আব্দুর রাজ্জাকের কঙ্কল। তিনি নিখোঁজ হয়েছেন অথচ পরিবার হতে কেউ কখনও থানাকে অবহিত করেননি। কঙ্কলটি বৃহস্পতিবার সকালে যশোরের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত হলে মৃত্যু রহস্য জানা যাবে।
এ দিকে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিখোঁজ আব্দুর রাজ্জাক পেশায় একজন কৃষক ছিলেন। তবে মাঝে মধ্যে সে ইন্ডিয়াতে চোরাচালানের মালামাল আনার জোনে যেতেন। ধারনা করা হচ্ছে নিখোঁজের দিনও সে ভারতে যাই চোরাচালানের মালামাল আনতে। সেখানে যেয়ে হয়ত কিছু একটি ঘটেছে পরে তার মৃতদেহ বাওড়ের পটকচুরি নিচে রেখে দেয়া হয়েছে। এবারের একটানা বৃষ্টিতে পটের ধাপ ভাসতে ভাসতে কুলিয়া গ্রামের নিচে এসে থেমেছে এবং সেখানে মাছ শিকারে যেয়ে কঙ্কলটি চোখে পড়েছে। তবে মৃত্যু রহস্য কি তা সকলেরই অজানা।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান

গহীন পাহাড় থেকে ২১ জনকে উদ্ধার

পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে আলহাজ্ব আবু সুফিয়ান