গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল— “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, গোপালগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন স্বর্ণেন্দু শেখর মন্ডল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,“পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, গোপালগঞ্জ হোক একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।”
বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন,“একটি সুন্দর ও নিরাপদ নগর গড়ে তুলতে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নগর উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাও নিবিড়ভাবে সম্পর্কিত। আমরা সবাই মিলে সচেতন হলে গোপালগঞ্জকে একটি নিরাপদ ও আধুনিক নগরে রূপান্তর করা সম্ভব। সভায় বক্তব্য রাখেন বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ; ডা. জীবিতোষ বিশ্বাস, পরিচালক, সদর হাসপাতাল; শিপলু আহমেদ, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স;
এছাড়া সাংবাদিক জুবায়ের আহমেদ, সভাপতি প্রেস ক্লাব গোপালগঞ্জ ,রইজ আহমেদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন ড. মোঃ মামুনুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ; সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল); তন্ময় কর্মকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম); এবং অনিরুদ্ধ দেব রায়, এনডিসি, গোপালগঞ্জ। দিবসটির প্রতিপাদ্যের আলোকে স্বর্ণেন্দু শেখর মন্ডল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন, টেকসই অবকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নই নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
Aminur / Aminur

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
