চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের
যশোরের চৌগাছার বড় কাকুড়িয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বিদের একটি মন্দিরের বয়স ৩৪ বছর কিন্তু আজও সেখানে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। সরকার এসেছে সরকার গেছে, চেয়ারম্যান মেম্বার এসেছেন তারাও গেছেন সবাই উন্নয়নের কথা বলেছে নিয়েছে ভোট কিন্তু অবহেলিত এই মহল্লাবাসির একমাত্র ধর্মীয় উপাসনালয়টির দিকে কেউ নজর দেয়নি। গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরটি পাকাকরণসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি গ্রাম বড় কাকুড়িয়া। গ্রামের ঐতিহ্য একটি সুবিশাল বাওড়। বাওড়কে কেন্দ্র করে পশ্চিমপাড়ে গড়ে উঠে একটি জেলে পল্লী। যেখানে ১৫ থেকে ২০ ঘর হিন্দুদের বসবাস। যাদের আয় রোজগারের একমাত্র অবলম্বন হচ্ছে ওই বাওড়। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নানা ভাবে জেলেদের ব্যবহার করে তাদের নায্য হকে ভাগ বসিয়েছে যা আজও বিদ্যমান আছে। একরাশ সমস্যা নিয়ে জেলেরা বাওড় পাড়ে বসবাস করছেন। তাদের অন্যতম সমস্যা বসতবাড়ি। বাওড়ে যা রোজগার করেন তা দিয়ে কোন রকমে দিন যাই রাত আসে আবার দিন। হিন্দুদের মহল্লাতে নেই তেমন কোন শিক্ষিতের হার, যা হয়েছে বা হচ্ছে বর্তমানে। মহল্লার বসত বাড়ির পাশেই বাওড়ের অবস্থান। এবারের একটানা বৃষ্টিতে বাওড় ডুবে পানি উঠে যায় জেলেদের উঠানে। আজও তাদের বসতবাড়ির উঠান কর্দময়। এ ধরনের নানা সমস্য নিয়ে মহল্লার হিন্দুরা বসবাস করে আসছেন। তাদের মহল্লায় একটি ধর্মীয় উপাসনালয় আছে। ১৯৯১ সালে বাঁশের চাঁচ আর টিনের ছাউনি দিয়ে এই উপাসনালয়টি স্থাপিত করেন মহল্লার লোকজনে। মন্দিরটর নাম দেন মহাকালি মন্দির। ৩৪ বছরে এসেও সেই আগের মতই আছে মন্দিরটি। গতকাল সরেজমিনে যেয়ে দেখা যায় মন্দিরের সেবায়েত শ্রী সন্নাসী হালদার পুজা অর্চনা করছেন। এসময় কথা হয় তার সাথে। সন্নাসী হালদার একবুক হতাশা আর কষ্ট নিয়ে বলেন, আমরা হিন্দু, অশিক্ষিক মানুষ অফিস আদালত কোট কাচারি সেভাবে চিনি না আমাদেরও কেউ চেনেন না। কাউকে দোষারোপ না করে তিনি বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই মন্দিরের জন্য অনেকবার সাহায্যের আবেদন করেছি কিন্তু হয়নি। মহল্লায় বসবাসকারী অধিকাংশ মানুষ গরীব অসহায় তাদের পক্ষে মন্দিরের পিছনে খরচা করার মত কোনই সুযোগ নেই। নিজেরা পারেনি, সরকার থেকেও কোন সহযোগিতা হয়নি তাই বাঁশের বেড়া আর টিনের ছাউনী সেই ৩৪ বছর আগে তৈরী সেখানে বসেই আমরা ধর্মকর্ম করি।
মহল্লার গৃহীনি কনিকা রানী, উষা রানী, সুচিত্রা রানী বলেন, দিন মাস কিংবা এক দু’বছর না যুগযুগ ধরে আমরা ওই ভাঙ্গাচোর মন্দিরে বসে পুজাকরি। মহাকালি মন্দির আমাদের ধর্মীয় একমাত্র উপাসনালয়। এটি পাকাকরণ সহ উন্নয়ের জন্য অনেকে কথা দেয় কিন্তু শেষে আর রাখেননা। এটি পাকা হলে ভালো, কারণ বাওড়ের ধারে তো বারবার নষ্ট হচ্ছে ঘরের অনেক কিছু। মন্দিরটি পাকাকরনের তারা দাবি করেন। ওই মহল্লার বাসিন্দা নিমাই হালদার,রাজকুমার হালদার, কোমল হালদার, বিষ্ণু হালদার, সুমন হালদারসহ একাধিক মহল্লাবাসি বলেন, সারাটা দিন আমরা বাওড়ে কাজ করি। রাতে বাড়িতে ফিরে বিশ্রামের পর যাই মন্দিরে। কিন্তু মন্দিরের চরম বেহালদশার কারনে বেশি সময় সেখানে থাকতে পারিনা। আমরা গরিব সংসার চালাবো না মন্দির ঠিক করবো। তাই যে হালে আছে ধর্মীয় উপাসনালয়টি সেখানে বসেই মহল্লাবাসির চলে ধর্মীয় কাজ। উপজেলার বিভিন্ন গ্রামে শারদীয় উৎসব হয় কিন্তু আমরা করতে পারিনা। কালি মন্দিরে শুধু কালিপুজা উদযাপন হয়। প্রতি বছর পুজার সময় পাশ^বর্তী হিজলী, নায়ড়া, সুখপুকুরিয়া মাকাপুরসহ অনেক গ্রামের আমাদের গোত্রের লোকজন পুজায় আসেন। প্রত্যেকে মন্দিরের চিত্র দেখে হায় হুতাশ করেন কিন্তু কোন ব্যবস্থা করে দিতে পারেন না। আমাদের কষ্টের দিক বিবেচনা করে সংশ্লিষ্ঠরা একমাত্র মন্দিরটি পাকাকরণসহ এর সার্বিক উন্নয়ন করবেন এমনই চাওয়া তাদের। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনর রহমানের ফোন বন্ধ পাওয়া গেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর বলেন, আমি শুনেনছি তাদের মন্দিরটি বেহালদশা। এ গুলো স্বস্ব ওয়ার্ডের মেম্বররা তালিকা দেন এবং যতটুকু সম্ভব পরিষদ হতে দেয়া হয়। আমি দ্রæত বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবো। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুন নাহার বলেন, মন্দিরটি এমন খারাপ অবস্থা কেউ কখনও বলেনি। মন্দির কমিটি একটি আবেদন করুক আমরা তাদের সহযোগীতায় সব ব্যবস্থা করব।
Aminur / Aminur
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর