আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আ'লীগ- বিএনপির নেতারা মিলেমিশে বোমা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, "উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালিয়ার চর দিঘি, ২ নং ওয়ার্ডের চান্দার খাল এবং ৬,৭ নং ওয়ার্ড মেঘনার শাখা খাল ও স্টিল ব্রিজ এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন চলছে।"
স্থানীয়রা জানান "পুরান বেড়ী থেকে চান্দার খাল পর্যন্ত অন্তত ১৩টি ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন বালু তোলা হচ্ছে।"
এলাকার সাধারণ জনগণ মেঘনার ভাঙন রোধে অভিযোগ তুলে বলেন, " এই অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে রমরমা বাণিজ্যের কারণেই সাম্প্রতিক নদীগর্ভে হারিয়ে গেছে রায়পুরের একমাত্র পর্যটন কেন্দ্র আলতাফ মাষ্টার ঘাট।
এখনো যদি বোমা ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকারীদেরকে কঠোরহস্তে দমন করা না হয়, তবে পুরো ইউনিয়ন এমনকি পুরো রায়পুর উপজেলা নদীগর্ভে হারিয়ে যেতে পারে। তারা আরো বলেন, যদি শীঘ্র এসব অবৈধ ড্রেজার বাণিজ্যেকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে স্থানীয় সাধারণ জনগণ নিয়ে উপজেলা ঘেরাও করে জুলাই বিপ্লবের মতো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। "
অভিযোগ সূত্রে জানা যায়, "এসব ড্রেজার পরিচালনা করছেন, আ'লীগ- বিএনপির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা।
এদের মধ্যে ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মেহেদী কবিরাজ, ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি শামীম গাজী, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী খাঁন, ২ নং ওয়ার্ড আ'লীগ নেতা মিলন সর্দার, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সিমুল লস্কর , ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন যুবদল নেতা এল এম সোহাগ ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কুখ্যাত সন্ত্রাসী নেতা সোহেল সর্দার সহ আরও অনেকের নাম উঠে এসেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলেন, "সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের ভয়ে কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকে। তবে অল্প সময়ের মধ্যেই পুনরায় শুরু হয় বালু উত্তোলন। এতে নদী ও আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। অনেক জায়গায় মহা সড়ক খুঁড়ে রাস্তার আইল্যান্ড ভেঙে সড়ক কেটে ড্রেজারের মোটা পাইপ লাইন টানার অভিযোগও পাওয়া যায়।"
প্রতিবাদকারীদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন— যেন অবৈধ ড্রেজার বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্তরা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, "তারা কোনো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। একটি মহল রাজনৈতিকভাবে তাদের সম্মান নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।"
এবিষয়ে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন, " আমার উপজেলায় কোন অবৈধ বালু উত্তোলন চলবে না। তদন্ত সাপেক্ষে খুব শীঘ্র দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
