ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৬:৫৪

ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র উত্তরণের সুযোগ পেয়েছি। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি এবং মুক্তভাবে কথা বলতে পারি।
মির্জা ফখরুল বলেন,‘বিগত স্বৈরাচারী আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং তিনজন এমপিসহ ১৭০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। যাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
গণতন্ত্র নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের রাষ্ট্র গঠন করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে অনেক মতামত থাকবে। সমস্ত মতামত এক হয়ে একটি স্থানে এসে তবেই গণতন্ত্র বিকশিত হবে।’
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মীরা এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে, যার কারণে তিনি এখনো দেশে ফিরতে পারছেন না। সংবাদ কর্মীদের নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র রাষ্ট্রের একটি বড় খুঁটি হচ্ছে দেশের সংবাদ কর্মীরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি। এখন সময় এসেছে দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার। তবে নিরপেক্ষভাবে এবং প্রকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন।
বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ-সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Aminur / Aminur

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ