ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ক্ষেতলাল উপজেলা চত্বরে ‘পাখি কলোনি’

প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অভিনব উদ্যোগ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা চত্বরে গড়ে উঠেছে এক অনন্য উদাহরণ‘পাখি কলোনি’। উপজেলা প্রশাসনের উদ্যোগে পাখিদের জন্য গাছে গাছে বাঁধা হচ্ছে মাটির হাড়ি, আর শানবাঁধানো পুকুরে বসানো হয়েছে আড়ানী। উদ্দেশ্য—প্রকৃতির পরম সহচর এসব পাখির জন্য নিরাপদ আশ্রয় ও খাদ্যের নিশ্চয়তা তৈরি করা।

শরতের  হিমেল হাওয়া ও নরম আলোয় এখন উপজেলা চত্বরে ভেসে আসে পাখির কূজন। দীর্ঘদিন পর যেন ফিরে পেয়েছে প্রকৃতির নিজস্ব ছন্দ, প্রাণ ফিরে পেয়েছে পরিবেশের হৃদস্পন্দন। 

ক্ষেতলাল উপজেলা প্রশাসনের অঙ্গীকার : প্রকৃতির সঙ্গে পুনর্মিলন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “পাখি প্রকৃতির প্রাণ, আর প্রকৃতি মানেই জীবন। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ, গাছ ও পাখি একসঙ্গে টিকে থাকবে। ক্ষেতলাল উপজেলা চত্বরে এই উদ্যোগ শুধু পাখিদের আশ্রয় নয়, এটি প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রতীক।” তিনি আরও বলেন, “পাখির কূজনের মধ্যেই আমরা প্রকৃতির হাসি শুনতে চাই—একটি মানবিক, প্রাণবন্ত ও সবুজ পৃথিবীর প্রত্যাশায়।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন,“পাখি কৃষির নীরব সহযোগী। তারা মাঠের ক্ষতিকর পোকার শত্রু। এই উদ্যোগ কেবল পরিবেশ নয়, কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”


উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব পলাশ চন্দ্র বলেন, “পাখি পরিবেশের এক অদৃশ্য রক্ষাকবচ। ক্ষেতলালের এই উদ্যোগ আমাদের প্রকৃতি সংরক্ষণ প্রচেষ্টায় এক আলোকিত অধ্যায় যুক্ত করবে।”

সহানুভূতির আরেক নাম ‘পাখি কলোনি’ স্থানীয় পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ বলেন, “যেখানে মানুষ পাখি তাড়ায়, সেখানে তাদের জন্য ঘর বানানো হচ্ছে—এটি শুধু পরিবেশ প্রকল্প নয়, এটি সহানুভূতির প্রতীক। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই মানুষ টিকে থাকবে।”

এখন ক্ষেতলাল উপজেলা চত্বরে মাটির হাড়িতে বাসা বাঁধবে শালিক, দোয়েল, বাবুই টুনটুনিসহ নানা প্রজাতির দেশীয় পাখি।
পুকুরের নিস্তরঙ্গ জলে ভাসছে আড়ানী, ঝিকমিক করছে রোদে মাছের খেলা।
আর সেই জলরাশির মাঝে আড়ানীতে লেখা কবিতার সুরে পাখিদের মাছ খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। 

এসো হে পাখি, খাও রে মাছ,
পুকুর জলে দিচ্ছি আজ।
রোদে ঝিলমিল জলের হাসি,
নেচে চলে রুপালি রাশি।

চরো রে তীরে, ভিজাও ডানা,
গাও রে গান হাওয়ার তানায়।
তোমার গানে জেগে ওঠে গ্রাম,
প্রাণে লাগে আনন্দ ধাম।
ক্ষেতলাল উপজেলা প্রশাসনের এই ‘পাখি কলোনি’ এখন কেবল একটি পরিবেশবান্ধব উদ্যোগ নয়—এটি প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্যের সহাবস্থানের এক জীবন্ত দলিল।
পাখির কূজনেই যেন ফিরে আসছে প্রকৃতির হারানো হাসি। 

Aminur / Aminur

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীরকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জনসমুদ্রে পরিনত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভা

প্রায় ৩ মাস পর ভেসে উঠল ঝুলন্ত সেতু

নরসিংদীতে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান: রেজাউল ইসলাম রেজু

চাঁদপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজিসহ জ্বালানি

শ্যামনগর উপজেলা প্রসাশনকে ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে বির্তকিত সেই তিন ঠিকাদার

কালকিনি কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জমে উঠেছে,কুন্ডুবাড়ির মেলা

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান