ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

হৃদয়বিদারক সমাপ্তি উন্নত চিকিৎসার আগেই চলে গেলেন অসহায় শহিদ মিয়া


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৪:৩৫

 জীবনের কঠিন সংগ্রাম শেষে, উন্নত চিকিৎসা শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার আন্দা গ্রামের অসহায় যুবক শহিদ মিয়া (৪৫)। পায়ে সেফটিক পচন নিয়ে দীর্ঘকাল ধরে অসুস্থ ছিলেন তিনি।

​আমাদের মানবিক সংবাদের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের তৎপরতায় অর্থ সহায়তা পাওয়ার একদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন।

আমাদের মানবিক সংবাদের পর নেত্রকোণা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আনিসোর রহমান খান দ্রুততম সময়ে শহিদ মিয়ার পাশে দাঁড়ান। গত ১৩ অক্টোবর, ইউএনও নিজ হাতে পরিবারটির হাতে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন এবং ঘর নির্মাণের আশ্বাস দেন।

​প্রশাসনের নিকট হতে অর্থ প্রাপ্তির পর, গতকাল ১৪ অক্টোবর, পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য শহিদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আজ, ১৫ অক্টোবর, তার পায়ে অপারেশন করার কথা ছিল।

​কিন্তু চিকিৎসার প্রস্তুতি শুরুর আগেই, আজ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​ছেলের সুচিকিৎসার জন্য বৃদ্ধ বয়সে যিনি ভিক্ষাবৃত্তি শুরু করেছিলেন, সেই অসহায় বাবা মিরাজ আলী এবং বৃদ্ধ মা শোকে স্তব্ধ। উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা পাওয়ার পর যখন পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল, তখনই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটলো। প্রশাসনের সহযোগিতা ও মানবিক সমাজের প্রচেষ্টা সত্ত্বেও, রোগাক্রান্ত শহিদ মিয়াকে বাঁচানো সম্ভব হলো না।

​আজ দুপুর ২:০০ ঘটিকায় তার গ্রামের বাড়ি আন্দা-তে জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হবে।​এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানবিক কারণে প্রশাসনের পক্ষ থেকে যে তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার প্রশংসা করছে এলাকাবাসী। তবে চিকিৎসার আগেই শহিদ মিয়ার মৃত্যু সেই সকল মানবিক প্রচেষ্টাকে স্তব্ধ করে দিয়েছে।

Aminur / Aminur

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ