মালেশিয়া প্রবাসী রাসেলের প্রতারণার বিচারের দাবীতে আইনের দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী মিতু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে, ১নং ওয়ার্ডস্থ, চর ইন্দুরিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগ পরিবার, আবুল কাশেম বেপারীর ছেলে মালেশিয়া প্রবাসী মোঃ রাসেল বেপারী(২৫) এর ভয়ংকর প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে আইনের দ্বারে-দ্বারে ঘুরেও ন্যায় বিচার পাচ্ছে না বলে গণমাধ্যমে অভিযোগ করেন সেতারা বেগম মিতু ।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী প্রথমে হাজিমারা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে কোন ন্যায় না পেয়ে, পরে সেতারা বেগম মিতু বাদী হয়ে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩) এবং ২০১৮ ইং সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ২ অক্টোবর কোর্টে একটি মামলা দায়ের করেছেন, যার সিআর মামলা নং ৯২৩/২৫।
ভুক্তভোগী সেতারা বেগম মিতু কেঁদে কেঁদে গণমাধ্যমে অভিযোগ তুলে বলেন, " কয়েক বছর পূর্বে রাসেলের সাথে আমার ফেসবুকে পরিচয় থেকে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। পরে ছেলের পরিবারের সম্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমাদের স্বামী - স্ত্রীর মধ্যে প্রতিনিয়তই গোপন ছবি এবং ভিডিও আদান-প্রদান করি।
বিবাহের পর থেকে রাসেলের বাড়িতে আসা - যাওয়া করিতে থাকি। রাসেলের শর্ত অনুযায়ী প্রবাস থেকে বাড়িতে আসার পর আনুষ্ঠানিকভাবে আমাকে আমার শ্বশুরালয় উঠে নিবে বলে আশ্বাস দেন। বিগত কিছুদিন পূর্বে রাসেল প্রবাস থেকে বাড়িতে আসার পর আমি স্ত্রীর মর্যাদায় রাসেলের বাড়িতে গেলে, সে বিবাহের বিষয়ে অস্বীকার করে হুমকি-ধামকি দিয়ে বলে তাকে স্বামী হিসেবে পেতে হলে দশ লক্ষ টাকা যৌতুক দিতে হবে, নাহলে আমার সকল গোপন ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে বলে আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে আমি থানা, কোর্টের দ্বারে-দ্বারে ঘুরেও কোন ন্যায় পাচ্ছি না। এখন আমি কী করব? কোথাও যাবো? এভাবে ভয়ংকর প্রতারণা করবে রাসেল কখনো ভাবিনি? যদি এর কঠোর বিচার না পাই তাহলে আমার মরে যাওয়া ছাড়া কোন উপায় নেই! আমাকে ফোনে একাধিকবার স্ত্রীর মর্যাদায় ভোগ করেছে। খুবলে-খুবলে আমার দেহটাকে সে ভোগ করেছে,
আমি ভয়ংকর এই প্রতারক রাসেলের কঠোর বিচার দাবী করছি। আমি ন্যায় বিচার না পেয়ে আমার যদি কিছু হয় তার জন্য একমাত্র রাসেল-ই দায়ী বলে ফের কান্নায় ভেঙ্গে পড়েন মিতু।"
মিতু আরও বলেন, " আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান দেওয়ান পরিকল্পিতভাবে আমার স্বামীকে ফুসলিয়ে কুপরামর্শ দিয়ে আমার বিবাহিত স্বামীকে অন্য একটা পরনারীকে বিবাহ করিয়ে দেন। সকল অঘটনের মূল আওয়ামী দোসর আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কারণে আমি কোথাও গিয়ে ন্যায় বিচার পাচ্ছি না। যেখানে বিচারের জন্য যাই সেখানেই আবু সুফিয়ান আওয়ামীলীগ ও বিএনপি নেতাদের নিয়ে হুমকি ধামকি দিয়ে ন্যায় বিচারে বাঁধা দিয়েছেন। "
অভিযুক্ত রাসেলের বাবা কাশেম বেপারী তার ছেলের সঙ্গে সেতারা বেগম মিতুর বিয়ের বিষয়টি স্বীকার করে বলে," বিয়ের কাবিননামায় আমি স্বাক্ষর করেছি সত্য কিন্তু ছেলে আমার কথার অবাধ্য। মেয়ের বাড়িতেও আমি কয়েকবার গিয়েছিলাম। এখন ছেলে বউকে না রাখলে আমি কী করব? "
এবিষয়ে অভিযুক্ত রাসেল মামলার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির আইসি বলেন, " অভিযোগের সত্যতা পেয়েছি। রাসেলের পরিবার সেতারা বেগম মিতুকে বউ হিসেবে মেনে নিবে বলেছেন, পরে দু'পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়ে বিষটি আর আপোষ হয়নি। পরে মেয়ে কোর্টে মামলা করেছে শুনেছি। "
সেতারা বেগমের আইনজীবী বলেন, " মামলা বিচারাধীন রয়েছে, যেহেতু কোর্টের বিষয় একটু সময় লাগবে। "
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, " অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
Aminur / Aminur
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়