ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-১০-২০২৫ বিকাল ৬:১৪

 ঠাকুরগাঁও সদর উপজেলার দুই ইউনিয়নের আকচা ও চিলারং এ অবস্থিত শুক নদীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা।শীতের শুরুতে বুড়ির বাঁধের মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এভাবেই বছরের পর বছর ধরে এ সময়টাই চলে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার মিলনমেলা।শনিবার সকাল থেকে মাছ নিয়ে ডাঙ্গায় ফিরে আসেন তারা। এ উপলক্ষ্যে হাজার হাজার মানুষ আসেন মাছ শিকার করতে।অনেকে আসেন মাছ কিনতে। আশপাশে শুরু হয় মানুষের মিলন মেলার।
তবে এইবার চাহিদা অনুযায়ী মাছ না পাওয়াই অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দেশি প্রজাতির মাছ রক্ষায় কাজ রিং জাল নিধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রশাসন।
শুক্রবার বিকেলে বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। গভীর রাত থেকে মাছ শিকারিরা পানিতে নামেন মাছ ধরার জন্য।
ঠাকুরগাঁও সদরের আকচা ও চিলারং ইউনিয়নে বুড়ি বাঁধের অবস্থান। প্রতিবছর বাংলা পঞ্জিকার কার্তিক মাসের প্রথম দিকে খুলে দেওয়া হয় জলকপাট। বাঁধে আটকে থাকা পানিতে নেমে পড়েন এলাকার মানুষ। তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের শহর-গ্রামের লোকজন। এটা একসময় রূপ নেয় মাছ ধরার উৎসবে। এটা চলে তিন-চার দিন। মাছ ধরা এই উৎসব ঘিরে এলাকা পরিণত হয় মিলন মেলায়।
শুক্রবার বিকেলে বাঁেধর পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। পানি ধীরে ধীরে কমতে শুরু করলে মাছ শিকারীরা জাল নিয়ে পানিতে নামে মাছ ধরা শুরু করেন। বিশেষ করে দেশির মাছ পাওয়া বাঁধটিতে। টাকি, পুটি, মলা, ফলি, শিং, শোল, টেংরা মাছ বেশ ভালো দামে বিক্রি হয় বাঁধের সামনে।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, স্থানীয়দের পানির চাহিদা পূরনে পানি উন্নয়ন বোর্ড ২ হাজার ৩৮৮ হেক্টর জমির উপর বাধটি নির্মাণ করেন ১৯৫২ সালে। যা পরে ১৯৭৮ সালে সংস্কার করা হয় চাষিদের সুবিধা দিতে। চলতি বছর বাঁধটির মাধ্যমে প্রায় ১ হাজার হেক্টর উচু জমির আমন ধানে সেচের চাহিদা পূরণ করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।
পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার দর্শনার্থী আব্দুল হক বলেন, হাজার হাজার মাছ শিকারিসহ দর্শনার্থীরা ছুটে আসে বাঁধ এলাকায়। মাছ ধরার দৃশ্য দেখে খুব ভালো লাগছে। মাছ নিয়েছি একটু বেশি দাম তবে এখানকার অনেক স্বুসাদু তবে ব্যবসায়ি বাহির থেকে মাছ এনে বিক্রি করছেন।
বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জলকপাটে মাছ উৎসব শুরু হয়। হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অনেকেই মাছ সংগ্রহ করে নিয়ে যায়।
সদরের আকচা এলাকার মাছ শিকারি রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়রা রিং জাল ব্যবহার করে অন্যদের মাছ ধরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জাল দিয়ে আগেই বাঁধের মাছ ধরা হয়েছে। প্রশাসন এবার রিং বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত পারিনি।
স্থানীয় রমজান আলী বলেন, মাছ যাই পাওয়া যাক না কেন আনন্দটা সবচেয়ে বেশি। হাজার হাজার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলঅম বলেন, বুড়ির বাধে দেশী প্রজাতির মাছ রক্ষায় কাজ করছি। সেই সাথে আগামীতে মাছ যেন আরও বেশি পরিমাণে হয় সে বিষয়ে লক্ষ্য রাখছি। চলতি বছর একাধিক বার অভিযান পরিচালনা করে রিং জাল ধংস করা হয়েছে বুড়ির বাঁ থেকে। দিন দিন মানুষের বিনোদনের জায়গা কমে যাচ্ছে। তাই কেউ আসছেন মাছ শিকার করতে আবার অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন বিনোদনের উদ্দেশ্যে। সর্বপরি বুড়ির বাঁধে মাছ উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। শুধু ঠাকুরগাঁও নয় আশপাশের জেলা গুলো থেকেও অনেক মানুষ আসেন বুড়ি বাঁধের মাছ উৎসবে।
অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং বুড়ির বাধে মৎস্য অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা সে সময় তিনি বলেন অবৈধ রিং জাল অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠান গুলোতে অভিযান পরিচালনা করছি৷ এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোন ছাড় নেই।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ