ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৩১

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।বুধবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, স্বাস্থ্য কমপ্লেক্স, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, “নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জনগণেরও দাবি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করতে না পারে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”অন্য বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালক ও পথচারীদের প্রশিক্ষণ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। 

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু