বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক

বগুড়ার শেরপুরে মুক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধুর মৃত্যুর পর স্বামী ও পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে গেছে। উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মৃতা মুক্তা ওই গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই পরিবারের সবাই লাশ রেখে ঘর থেকে উধাও হয়ে যায়।
মুক্তার ভাই মাসুদ জানান, রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশীরা ফোন করে তাকে জানায়, তার বোন মুক্তা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি তখন মুক্তার স্বামী ইয়াসিনের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিবেশীরা জানান, তারা সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে রাত একটার দিকে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইয়াসিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, মুক্তা ও ইয়াসিনের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো। কিছুদিন আগেও পারিবারিক ঝগড়ার কারণে মুক্তা বাবার বাড়িতে চলে এসেছিলেন। পরে পরিবারের মধ্যস্থতায় তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
