কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা
যশোরের চৌগাছার কৃষকরা কৃষিতে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করে যেমন চমক সৃষ্টি করছেন তেমনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এ জনপদের মাটি যেমন সব ধরনের ফসলের জন্য উপযোগী তাই কৃষকও সেই সুযোগটি কাজে লাগিয়ে নানা ধরনের ফসল উৎপাদন করছেন। সম্প্রতি চৌগাছার বিস্তৃর্ণ মাঠে বানিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে লাউ। বছরের বার মাসই লাউ চাষ হচ্ছে এবং বাজারে ব্যাপক চাহিদা থাকায় কৃষক বেশ লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চৌগাছা অঞ্চালের কৃষকরা ইতোমধ্যে ৫০ থেকে ৬০ হেক্টর জমিতে লাউ চাষ করেছেন। এখনও অনেক চাষি জমি প্রস্তুত করছেন, সে সকল জমিতেও লাউ চাষ করা হবে। লাউ চাষ লাভজনক সে কারনে কৃষক দিন দিন এই চাষের দিকে ঝুকে পড়ছেন। অপেক্ষাকৃত নিচু এলাকাতেও বিশেষ ব্যবস্থায় কৃষক মাচায় লাউ চাষ করছেন বলে জানা গেছে।
গতকাল সরেজমিনে স্বরুপদাহ ইউনিয়নের টেংগুরপুর, বেলেমাঠ, খড়িঞ্চা, আন্দারকোটা, বিহলাপোতা গ্রাম এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রতিটি মাঠে কমবেশি কৃষক লাউ চাষ করেছেন। অনেকে পটলের মাচায় লাউ গাছ উঠিয়ে দিয়েছেন, অনেকে জমিতে বিভিন্ন ধরনের গাছে লাউ গাছ উঠিয়েছেন আবার কেউ কেউ লাউ চাষের উদ্যেশে জমি প্রস্তুত করে মাচা দিয়ে সেই মাচাতে লাউ চাষ করছেন। আগাম লাগানো লাউ ইতোমধ্যে ধরন এসেছে এবং কৃষক বাজারজাত শুরু করেছেন। লাউ বাজারে ব্যাপক চাহিদা এবং দামও ভালো সে কারনে কৃষক জমিতেই এখন সময় দিচ্ছেন বেশি।
স্বরুপদাহ ইউনিয়নের বাঘারমাঠে যেয়ে দেখা গেছে, কৃষক রফিকুল ইসলাম লাউ গাছ থেকে তুলছেন। তিনি টেংগুরপুর গ্রামের ফজের আলীর ছেলে। এই কৃষক জানান, দেড় বিঘা জমিতে সে পরিকল্পিত ভাবে লাউ চাষ করেছেন। আগষ্টের মাঝামাঝি সময়ে জমি প্রস্তুত করে এসিআই জাতের লাউ বীজ বপন করেন। চারা বের হওয়ার পরপরই গোটা জমিতে তিনি মাচা তৈরী করেন এবং প্রতিটি গাছ মাচায় উঠিয়ে দেন। আড়াই মাস পরিচর্জা করার পর তার এখন লাউ বাজারজাত শুরু হয়েছে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, তিনি প্রতি বছরই লাউ চাষ করে ব্যাপক লাভবান হন। সেই ধারাবাহিকতায় এবছরও দেড় বিঘা জমিতে চাষ করেছেন। লাউ উঠতে শুরু করেছে এখন এক দিন পর একদিন তিনি ৫০ থেকে ৮০টি লাউ তুলতে পারছেন। এক সপ্তাহ পর একই সময়ে তিনি ৪শ থেকে ৫শ পিচ লাউ উঠাতে পারবেন। বর্তমানে বাজরে প্রতি পিচ লাউ তিনি ৩০ থেকে ৩৫ টাকা পাইকারি বিক্রি করেন। এই দর যদি থেকে যায় তাহলে ব্যাপক লাভবান হবেন বলে আশায় বুক বেধেছেন। দেড় বিঘা জমিতে তার এ পর্যন্ত সার কীটনাশক, সুতা, বাঁশ সব মিলিয়ে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। অন্য ফসলের মতই সার ও কীটনাশক প্রয়োজনে ব্যবহার করতে হয়। এখন যেহেতু শীত চলে এসেছে তাই পোকার আক্রমন বহুলাংশে কমে যাবে বলে তিনি মনে করছেন।
ওই মাঠে কৃষক আজগার আলী,সামাউল ইসলাম, বাবলুর রহমানসহ একাধিক কৃষক বলেন, এ বছর একটানা বৃষ্টিতে চাষিদের অপুরোনীয় ক্ষতি হয়ে গেছে। সে কারনে অল্প সময়ে যে সব ফসল বাজারজাত করা যায় যেমন লাউ, ভেন্ডি, মুলা এ ধরনের ফসলে কৃষক বেশি ঝুকে পড়েছে। কৃষক রফিকুলের মত অনেকেই লাউ চাষ করেছেন এবং তারা লাভবান হবেন বলে চাষিরা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, দীর্ঘ বৃষ্টিপাতের পর যে সব জমি দ্রুত সবজি চাষের উপযোগী হয়েছে আমরা কৃষি অফিস হতে সেই সকল জমিতে সবজি চাষে কৃষককে আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছি এবং অল্প দিনেই অনেকে সবজি চাষে সফল হয়েছেন। লাউ চাষ এর আগে সে ভাবে হতো না, তবে কয়েক বছর ধরে কৃষক বানিজ্যিক ভাবে চাষ শুরু করেছেন। আমরা কৃষি অফিস থেকে ওই সকল চাষিদের বিভিন্ন ভাবে সহযোগীতা প্রদান করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা
ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল
কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত