ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে মরিয়া জুলাই গণ হত্যা মামলার আসামী ফারুক


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:৩৬

ফ্যাসিবাদের দোসর ও ফেনীর মহিপালে জুলাই গণহত্যা মামলার আসামি ওমর ফারুক পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে জোর তদবির চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর কিছুকাল আত্মগোপনে থেকে কতিপয় নেতাকে ম্যানেজ করে আবারো পৌর হকার্স মার্কেটে সক্রিয় হন ফারুক। এ মার্কেটে তার একটি ডিম দোকান রয়েছে। বর্তমানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন ফারুক।

পলাতক এমপি নিজাম হাজারীর দোসর ব্যবসায়ী ও মার্কেট এলাকার চিহ্নিত মাদক সিন্ডিকেটকে হাতে নিয়ে আবারো সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের সভাপতি হয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে তিনি। এ বাজার থেকেই দৈনিক ১ লাখ টাকা চাঁদা তোলেন ফারুক। এখনো এ বাজারটি তার নিয়ন্ত্রণে রয়েছে।
ব্যবসায়ীরা জানান, পৌর হকার্স মার্কেটে দোকান আছে ১১৯ টি। ফলে ভোটার হওয়ার কথা ১১৯ জনের। কিন্তু ফারুক তড়িঘড়ি করে অবৈধ ভ্রাম্যমাণ হকারসহ প্রায় ২৭০ জনের ভোটার তালিকা তৈরি করেছেন।

নির্বাচনে বিজয়ী হতে হকার ও টোকাইদের ভোটার বানানো হয়েছে। পলাতক মেয়র ও ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী নজরুল ইসলাম স্বপন মিয়াজী এবং কাউন্সিলর খোকন হাজারীর আস্থাভাজন ছিলেন ফারুক। দলীয় কর্মকান্ডেও তার সরব অবস্থান ছিল। বিগত সরকারের সময় হকার্স মার্কেটের চাঁদাবাজিতে ফারুকের একক নিয়ন্ত্রণ ছিল। আ'লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ফারুক এ বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করেন। অবৈধ দখল বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে যান তিনি।

বর্তমানে ডিম দোকান ছাড়াও ৪/৫ টি দোকানের মালিক ফারুক। তার নিয়ন্ত্রণে রয়েছে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ ও শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের অবৈধ দখলকৃত দোকানগুলো। তার চাঁদাবাজির সাম্রাজ্য টিকিয়ে রাখতে বিএনপি ও সেচ্ছাসেবকদলের কয়েকজন নেতাকে মোটা অংকের টাকা দিয়ে এবং মাসিক চাঁদার অংশ দেয়ার বিনিময়ে হাতে রেখেছেন ফারুক। এখনো তার অপকর্মের সহযোগি ফ্যাসিবাদের দোসর গোস্ত সবুজ, খাসি আরিফ, আলু বসর ও  মানিককে দিয়ে বিভিন্ন দোকান দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন । 

গোস্ত সবুজ ও খাসি আরিফ পলাতক এমপি ও ছাত্র হত্যা মামলার প্রধান আসামি নিজাম উদ্দিন হাজারীর আস্থাভাজন ছিলেন। তারা নিয়মিত নিজামের বাসায় গরু ও খাসির মাংস সরবরাহ করতেন। অন্যদিকে ওমর ফারুকের বিরুদ্ধে বিগত সরকারের সময় হকার্স মার্কেটে ছাত্র হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া হকার্স মার্কেটে দলবল নিয়ে নিজাম হাজারীর পক্ষে ও আ'লীগের মিছিল মিটিংয়ে যেতেন ফারুক। 

ফারুক মিছিলের প্রথম সারিতে থেকে স্লোগান দিতেন ফেনী জেলার কান্ডারী নিজাম উদ্দিন হাজারী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ফ্যাসিবাদের দোসর ওমর ফারুক বিগত সরকারের আমলে আওয়ামীলীগ ও নিজাম হাজারীর পক্ষে হকার্স মার্কেটে মিছিল, মিটিং করেছেন। এখনো তিনি বাজারে অবৈধ ভোটার লিস্ট তৈরি করে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। 

সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ ফারুক আগের মতো বাজারের রাজত্ব ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে তার লোকজনকে অবৈধভাবে ভোটার বানিয়ে সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন।  ব্যবসায়ীরা অবিলম্বে ভুয়া ভোটার তালিকা বাতিল করে স্বচ্ছতা রেখে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান। 

এসব বিষয়ে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সাথে কথা বললে তিনি  জানান, পৌর হকার্স মার্কেটের ভুয়া ভোটার তালিকা করে অবৈধ নির্বাচন করার চেষ্টা করছে একটি পক্ষ। পৌরসভার নিয়ন্ত্রিত এ মার্কেটে এমন বিতর্কিত নির্বাচন করতে দেওয়া হবেনা। তিনি আরো জানান, আমরা ফেনী ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি, এবং একটা উপ কমিটি করেছি। খুব শীঘ্রই স্বচ্ছভাবে একটা ভোটার তালিকা করে ফেনী পৌর হকার্স মার্কেটের নির্বাচন দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ

জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন

মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার

‎কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক

কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত