নেত্রকোনার মদনে হাওরের সংকট মোকাবেলায় বারসিকের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জলবায়ু সংকট মোকাবেলা করে হাওরে টিকে আছে কৃষকেরা। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় গোবিন্দশ্রী শান্তিপাড়া কৃষি
প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে“জলবায়ু পরিবর্তন,কৃষি প্রতিবেশবিদ্যা ও হাওর অভিযোজন কৌশল বিষয়ক”দু‘দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার সভাপতি ছিলেন তলার হাওর কৃষক সংগঠনের সভাপতি কৃষানি মিনারা আকতার।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য ভিক্ষু মিয়া,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান,গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘরিয়া,উচাহাটি,মাঝিপাড়া, পশ্চিমপাড়া,শান্তিপাড়া,বারঘরিয়া,মদন ইউনিয়নের উচিতপুর,আরগিলা,দক্ষিণমদন ও কুলিয়াটি গ্রামের ২৫ জন কৃষক-কৃষানি-যুবক-কিশোরী।
হাওরের কৃষক নিম্নলিখিত সমস্যার কথা তুলে ধরেন ও সমাধানে কি কি লোকায়ত পদ্ধতি ব্যবহার করেন তা বর্ননা করেন এবং নিজ নিজ বাড়িতে কৃষি প্রতিবেশবিদ্যা চর্চার পরিকল্পনা গ্রহন করেন। এ সময় যেসব সমস্যার তুলে ধরেন: আগাম বন্যা, ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি,স্থানীয় বীজ নেই,বর্ষাকালে সবজীর জন্য বাজার নির্ভরশীল, সময়মতো বীজ পাওয়া যায়না,অনিয়মিত বৃষ্টি, হাওরে পানি সময়মতো নামছেনা,অনিয়মিত তাপমাত্রা,প্রতিবছরই ধানে ছিটা হয়,গোল আলুতে রোগ বেশী হয়,বোরো মৌসুমে ও বোরো ধান কাটার সময় শ্রমিক সংকট হয়,কীটনাশকের অবাধ ব্যবহারে মাটির উর্বরতা কমে যাচ্ছে ও হাওরের মাছ কমে যাচ্ছে,বসতভীটা নষ্ট হয় বন্যায় ও টেউয়ের কারণে, চৈত্রমাসে পানি সংকট দেখা দেয়,অধিকাংশ টিউবওয়েলে আয়রন যুক্ত পানি,ভু-গর্ভস্থ পানির অবাধ ব্যবহারে পানির স্তর নীচে নেমে গেছে,চারণভূমি নেই,ঘনকুয়াশায় ফসলের ক্ষতি, ঢেউয়ে বসতভীটায় ভাঙ্গন,ঠান্ডায় ফসলের ক্ষতি,ফসলের রোগবালাই বেশী,গরম ও তাপদাহে ফসলের ক্ষতি,বসতভীটায় স্থান কম,এসব সমস্যা মোকাবেলা করার লোক প্রযুক্তির কথা বর্ননা করেন।
অনেক সময় ডোবা থেকে কলসি,বালতি দিয়ে পানি সেচের ব্যবস্থা করে। বিশেষ করে সবজী ক্ষেতে, ডোবায় পানি সংরক্ষণে রাখে এবং চৈত্র বৈশাখ মাসে সংরক্ষিত পানি থেকে সেচ প্রদান করে,রাসায়নিক সারের পরিবর্তে খুব অল্প পরিমানে গোবর সার,কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে,ফসলের রোগ বালাইয়ের জন্য জৈব বালাইনাশক তৈরী করে ব্যবহার করে অল্প পরিমান কৃষক,বসতভীটা রক্ষার জন্য বাড়ীর চারপাশে ভেন্নাগাছ,উজাওরি,মুর্তাগাছ, কুচুরিপানা,হিজলকরচ রোপন করে। নিজের বাড়িতে বীজ সংরক্ষণ করে অনেকেই (সবজীবীজ),বর্ষাকালে শাকসবজীর অভাব পূরণের জন্য বস্তাপদ্ধতি,টাওয়ার পদ্ধতি,ঝুলন্ত সবজী চাষ, মাছা পদ্ধতিতে পানির উপর সবজী চাষ,সেচের জন্য ডুবায় প্রাকৃতিক পানি ধারণ,বর্ষাকালের জন্য শুটকী ও হিদল সংরক্ষণ করা,দুর্যোগের আগেই প্রস্তুতি গ্রহন,বর্ষাকালে বাড়ির উঠানে বীজতলা তৈরী, স্থানান্তরিত চুলা ব্যবহার করা হয়,উগার পদ্ধতিতে খড় সংরক্ষণ ঘরের চাল ব্যবহার করে উৎপাদন করে,স্থানান্তর পদ্ধতিতে চারার বীজতলা তৈরী করেন। কর্মসূচী শেষে কৃষকের মাঝে শীতকালীন সবজীবীজ ও কৃষিউপকরণ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী
মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী
ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ
জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন
মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি
নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার
কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক
কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ