ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:১৩

 নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে শহরের অলিগলি ও গ্রামের পাড়া মহল্লায় কেউ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন। কেউ করছেন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা। আবার কেউ কেউ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ডেপুটি স্পীকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতাকর্মী ও সমর্থকদের প্রচার-প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। বিএনপির ঘাঁটি হলেও জামায়াত এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী। জামায়াত মোকাবেলায় জনির বিকল্প নেই। এবার প্রার্থী নির্বাচন ভুলে দাঁড়িপাল্লায় ধানের শীষ ধরাশায়ী হতে পারে বলে ধারণা নেতাকর্মীদের।
এদিকে, দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা দ্বন্দ্ব-বিভেদ ভুলে এক সঙ্গে মিলিত হতে শুরু করেছে জোরেসোরে। এতে ভোটের মাঠ আরো বেশি জমতে শুরু করেছে। প্রতিদিনই ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা। মোটরসাইকেল শোডাউন, সভা-সমাবেশ, গণসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভায় নেতাকর্মীর পদচারনায় মুখর হয়ে উঠেছে জনপদ। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। পাড়া মহল্লার চায়ের স্টল ও হাট-বাজারে বাজছে ভোটের বাজনা। সব মিলিয়ে এ যেন উৎসবের আমেজ। সম্প্রতি মহাদেবপুর উপজেলা সদর, হাসানপুর, উত্তরগ্রাম, শিবগঞ্জ, সফাপুর, সরস্বতীপুর, গাহুলি মোড়, মাতাজিহাট, কানচকুড়ি এবং বদলগাছীর বিভিন্ন মোড়ের দোকানদার ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে কর্মী সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন এই তরুণ প্রার্থী।
হিন্দু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটাররা জানান, শুধু মুসলমান ভোট নয়, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে নান্নু পরিবারের ভোটব্যাংক রয়েছে। তিনি এমপি থাকাকালীন হিন্দু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ নিরাপদে ছিলেন এবং এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছিল। এই পরিবারের সদস্যদের প্রতি তারা আস্থাশীল। বাবার ন্যায় তার ছেলেকেও বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবেন বলেও জানান তারা। তৃণমূলের নেতাকর্মীরা জানান, এ আসনের ভোটারদের নিকট আবেগ ও অনুভূতির নাম আখতার হামিদ সিদ্দিকী নান্নু। ১৯৯১ সাল থেকে তিনি পরপর চার বার বিএনপি থেকে সংসদ সদস্য ও ২০০১ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন। এটি তার নির্বাচনী এলাকা হিসেবে দলের হাই কমান্ডের নিকট পরিচিত। ২০১৮ সালে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন জনি। মধ্যরাতের সেই নির্বাচনে কূটকৌশলে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। প্রার্থী নির্বাচন ভুলে আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে বলে দাবি তাদের। শতভাগ দলীয় মনোনয়ন ও জয়ের আশাবাদ ব্যক্ত করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষ বিজয়ী করবেন ভোটাররা। এই আসনে বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের