সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলেই মনপুরা দ্বীপের মানুষের মনে আতঙ্ক বিরাজ করে
ভোলার মনপুরা উপজেলা মেঘনা সংলগ্ন উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে নতুন করে ঘূর্ণিঝড়ের আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় "মোম্বা"য় পরিনত হওয়ায় এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে মনপুরা দ্বীপের মানুষের মনে । এরই মধ্যে মনপুরা দ্বীপের উপকূলবাসীর উৎকণ্ঠা নতুন করে চলমান ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে। ১ নম্বর সতর্কতা সংকেত দেখলেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক বাড়তে থাকে উপকূলের লোকজনের মধ্যে।
চলতি অক্টোবর মাসের শেষদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর । বিশ্ব আবহাওয়া সংস্থা নতুন করে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে" মোম্বা"।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২৭ অক্টোবর
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় "মোম্বা" এ পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১১.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (২৭ অক্টোবর ২০২৫) রাত ০৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এটি ২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা/রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মনপুরা মেঘনা পাড়ের চর যতিন গ্রামের বাসিন্দা ফখরুল (৩২) জানান, গত ২ বছরের মধ্যে তিনবার ঘূর্ণিঝড়ে তার বসতঘর ভেঙেছিল। এসব পরিস্থিতি সামাল দিয়ে নতুন ঘর তুলে এখন বাঁধের পাশে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। আবারও ঝড়ের সংকেত শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন।
সরজমিনে, মনপুরার মেঘনা সংলগ্ন নদীতীরবর্তী এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, সেখানকার বহু মানুষ উৎকণ্ঠা নিয়ে বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে আছেন।ঘূর্ণিঝড়ের আশঙ্কা উপকূলের মানুষের মাঝে নদীর বাঁধ ভাঙনের আতঙ্ক বাড়িয়ে তুলেছে। তাদের আশঙ্কা, সম্ভাব্য ঘূর্ণিঝড় আঘাত হানলে বেড়িবাঁধটি উপচে কিংবা ভেঙে পুরো এলাকা মেঘনার পানিতে ভেসে যাবে।
মেঘনা পারে বসবাস করা চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দা রাজিয়া খাতুন (৪৫) বলেন, ঘূর্ণিঝড় আইলার সময় নিজেদের বাড়িঘর জায়গাজমি সব নদীতে বিলীন হয়ে গেছে। সেই থেকে বাঁধের পাশে কোনোরকমে বসবাস করছি। প্রতিবছর একটা না একটা দুর্যোগ লেগেই আছে।
শিরাজ গঞ্জ গ্রামের মজনু মিস্ত্রি বলেন, ঝড় এলেই সবাই সাইক্লোন শেন্টারে যেতে বলে। কিন্তু আমাদের মালামাল কোথায় রেখে যাব। আমরা গরিব মানুষ সম্পদের মধ্যে আছেই শুধু গরু, ছাগল এবং মাছ ধরার জাল ও নৌকা। এইগুলো রেখে কোথাও যেতে ইচ্ছে করে না।
নতুন করে একটি ঘূর্ণিঝড়ের বার্তা মনপুরা দ্বীপের উপকূলবাসীকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। বিশেষ করে নতুন করে চলমান নির্মাণাধীন বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলীয় জনপদে বসবাসকারী জনসাধারণ। কারণ মনপুরা উপকূলের চারপাশে নতুন করে চলমান বেড়িবাঁধের কাজ চললেও বেশ কিছু স্থান এখনো মারাত্মক ঝুঁকিপূর্ণ।
৩ শত ৭৩ বর্গ কিলোমিটারের মনপুরার চার পাসে ৫০.৭০০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ শুরু ২৩-২৪ অর্থ বছরে প্রায় দুই বছর পেড়িয়ে গেলেও এখনো কাজ হয়নি তিনের এক ভাগ। এর মধ্যে হচ্ছে অনিয়ম দুশ্চিন্তায় আছে মনপুরার প্রায় লক্ষাধিক মানুষ।
এমএসএম / এমএসএম
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী
তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র্যালী
শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা
নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মভঙ্গ দুপুরে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ