ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:৫৮

 ​নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

​সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাচ্ছেন। সর্বমোট ৫ হাজার জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ ধাপে ধাপে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হবে। ​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর-এই সাতটি ফসলের জন্য কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।

​গমের জন্য: ৪০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ​সরিষার জন্য: সর্বোচ্চ ৪ হাজার ৪০০ জন কৃষককে দেওয়া হবে। তাঁদের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হবে।
​সূর্যমুখীর জন্য: ২০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

​চিনাবাদামের জন্য: ১০০ জন কৃষককে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
​শীতকালীন পেঁয়াজের জন্য: ২০ জন কৃষক পেয়েছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। ​ডাল ফসলের মধ্যে মুগের জন্য: ১০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। ​মসুরের জন্য: ৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আমি আশা করি, কৃষকরা এই বীজ ও সার সঠিক সময়ে ব্যবহার করে রবি মৌসুমে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করবেন। কৃষির এই অগ্রগতিতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আমরা প্রতিটি কৃষককে এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় উপকরণ দিচ্ছি। ডিএপি ও এমওপি সারের সাথে উন্নতমানের বীজ দেওয়া হয়েছে, যা ফসলের গুণগত মান এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করবে। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরণের কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে খাদ্য উৎপাদনে আরও এগিয়ে নিয়ে যাই।

​এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান,  সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষক পাবে সরিষা বীজ ও সার

মেহেরপুর সদরে প্রায় ৩ লক্ষ টাকার ৫৮ টি চায়না দিয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

নিজ হাতে সন্তানদের টাইফয়েড টিকা দিলেন দাউদকান্দির স্বাস্থ্য কর্মকর্তা

সিরাজদিখান বড়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা

ধামইরহাটে বিনামূল্যে ৫হাজার ৫১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ

সরিষাবাড়িতে দিনব্যাপি মৎস্য ফুড সেফটি বিষয়ক কর্মশালা

দুমকিতে জিয়াউর রহমানের হাতে খনন করা খাল পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

খুলনা ওয়াসার নতুন প্রকল্পে ধীরগতি, হয়নি পিডি নিয়োগ