ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন
মেডিকেল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি হাসান মাহমুদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন,সাংবাদিক কামরুল হাসান,রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন রতন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপু পাল প্রমুখ।
ভার্চুয়ালী বক্তব্যে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জা।
শামারুহ মির্জা বলেন ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁর এই বক্তব্যে সমাবেশস্থলে জনতার ঢল নামে। সমাবেশে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের কথা তুলে ধরেন।
এই বক্তব্যে স্পষ্ট বার্তা—বিএনপি মাঠে থাকবে এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। স্থানীয় মানুষজন বলেন, শামারুহ মির্জার কথায় নতুন উদ্দীপনা পেয়েছে ঠাকুরগাঁওয়ের কর্মীরা।
বক্তারা বলেন, 'দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ে উন্নত চিকিৎসা, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালের রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও ব্যয়সাপেক্ষ।'
তারা আরও বলেন, 'খাদ্যে উদ্বৃত্ত জেলা হয়েও ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক ভারী শিল্প বা ইপিজেড গড়ে না ওঠায় কর্মসংস্থানের সুযোগ কমছে এবং বেকারত্ব বাড়ছে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু হলে নেপালের ভদ্রপুর ও বিরাটনগর বিমানবন্দরের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ স্থাপন সম্ভব হবে, যা পর্যটন ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।'
বক্তারা অবিলম্বে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর জোর দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর অন্যতম সংগঠক মোমিনুল ইসলাম বিশাল।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক