ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ২:১

মেডিকেল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি হাসান মাহমুদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন,সাংবাদিক কামরুল হাসান,রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন রতন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপু পাল প্রমুখ।
ভার্চুয়ালী  বক্তব্যে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জা। 
শামারুহ মির্জা বলেন ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁর এই বক্তব্যে সমাবেশস্থলে জনতার ঢল নামে। সমাবেশে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের কথা তুলে ধরেন।
এই বক্তব্যে স্পষ্ট বার্তা—বিএনপি মাঠে থাকবে এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। স্থানীয় মানুষজন বলেন, শামারুহ মির্জার কথায় নতুন উদ্দীপনা পেয়েছে ঠাকুরগাঁওয়ের কর্মীরা।
বক্তারা বলেন, 'দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ে উন্নত চিকিৎসা, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালের রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও ব্যয়সাপেক্ষ।'
তারা আরও বলেন, 'খাদ্যে উদ্বৃত্ত জেলা হয়েও ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক ভারী শিল্প বা ইপিজেড গড়ে না ওঠায় কর্মসংস্থানের সুযোগ কমছে এবং বেকারত্ব বাড়ছে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু হলে নেপালের ভদ্রপুর ও বিরাটনগর বিমানবন্দরের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ স্থাপন সম্ভব হবে, যা পর্যটন ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।'
বক্তারা অবিলম্বে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর জোর দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর অন্যতম সংগঠক মোমিনুল ইসলাম বিশাল।

এমএসএম / এমএসএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষক পাবে সরিষা বীজ ও সার

মেহেরপুর সদরে প্রায় ৩ লক্ষ টাকার ৫৮ টি চায়না দিয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

নিজ হাতে সন্তানদের টাইফয়েড টিকা দিলেন দাউদকান্দির স্বাস্থ্য কর্মকর্তা

সিরাজদিখান বড়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা

ধামইরহাটে বিনামূল্যে ৫হাজার ৫১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ

সরিষাবাড়িতে দিনব্যাপি মৎস্য ফুড সেফটি বিষয়ক কর্মশালা

দুমকিতে জিয়াউর রহমানের হাতে খনন করা খাল পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

খুলনা ওয়াসার নতুন প্রকল্পে ধীরগতি, হয়নি পিডি নিয়োগ