ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৫৪

বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মদন উপজেলার সাংবাদিক পরিবারের বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে,মদন উপজেলার মদন মৌজার ১৬১ দাগে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে মদন খালিয়াজুরী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে মরহুম আবুল হোসেন তালুকদার তাঁর ক্রয়কৃত ১১ শতাংশ জমির মধ্যে আড়াই শতাংশ জমি বিক্রি করেন কদমশ্রীর মনিকা গ্রামের হাবিবুর রহমানের কাছে। পরবর্তীতে মালিকানা পরিবর্তনের ধারাবাহিকতায় উক্ত জমির চতুর্থ মালিক হন এডভোকেট দিদারুল হক ও মোহন মিয়া।

১৯৯৬ সাল থেকে মরহুম আবুল হোসেন তালুকদারের স্ত্রী বেগম জয়গুন আক্তার এবং হাবিবুর রহমানের মধ্যে জায়গাটির সীমানা ও রাস্তা নিয়ে আলোচনা সাপেক্ষে সমঝোতা হয়। উভয়পক্ষই তিন ফুট রাস্তা নির্ধারণ করে দুই পাশে দেয়াল নির্মাণের মাধ্যমে সীমানা চিহ্নিত করেন,যা দীর্ঘ ৩২ বছর ধরে বহাল রয়েছে।

সম্প্রতি দিদারুল হক চৌধুরী ও মোহন মিয়া তাদের দখলকৃত অংশ বিক্রি করে চলে যাওয়ার মুহূর্তে পুরনো মীমাংসিত সীমানা অমান্য করে জয়গুন আক্তারের জায়গার মধ্যে খুঁটি বসানোর চেষ্টা করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সাথে সাথে এলাকাবাসী বিষয়টি নিরসন করার চেষ্টা করে।

প্রতিপক্ষ বাদী মোহন মিয়া সাংবাদিক উজ্জ্বল ও তাঁর স্ত্রী এবং স্কুল–কলেজপড়ুয়া তিন সন্তানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে।
মামলা নম্বর–১৪/১২৮, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬/১১৪/৩৪।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের  নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল হক খান মিল্কি,ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম শফিক, মদন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম ভূইয়া,সাবেক সভাপতি আল আমিন তালুকদারসহ স্থানীয় শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে তারা বলেন,৩২ বছর আগে মীমাংসিত একটি সীমানা বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে,যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।

তারা আরও বলেন,মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান

রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের

নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই

সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে

বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা