ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আত্রাইয়ে ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমির স্মৃতিফলকের সামনে তীব্র যানজট ও দুর্ঘটনার আতঙ্ক


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৫৬

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার সাক্ষী, নওগাঁর আত্রাইয়ে অবস্থিত ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমি। যেখানে প্রায় ৪০ থেকে ৪৫ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই শহিদদের স্মৃতিধন্য স্থানে আজ এক নতুন বিপদের কালো ছায়া। বধ্যভূমির স্মৃতিফলক ও শহিদ মিনারের ঠিক সামনেই সৃষ্ট ত্রিমুখী মোড়টি বর্তমানে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে এক বিপজ্জনক "মৃত্যুর ফাঁদ" হিসেবে।

​বধ্যভূমির দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয়েছে শহিদ মিনার ও স্মৃতিফলক। কিন্তু আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজ, স্থানীয় বাজার এবং পশ্চিম দিক থেকে আসা রাস্তা-এই তিনটি পথ বধ্যভূমির মূল ফটকের সামনে এসে মিশে তৈরি করেছে এক জটিল ত্রিমুখী মোড়। এই মোড়েই নিত্যদিন তীব্র যানজট ও দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ।

​ব্রিজের উপর থেকে, বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে আসা যানবাহনগুলো একইসঙ্গে মোড়ে প্রবেশ করায় প্রায় সময়ই সংঘর্ষের উপক্রম হয়। মোড়ের কাছাকাছি অবস্থিত ইটের ঘর এবং রাস্তার স্বল্প প্রস্থতা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। ফলে, এই ঐতিহাসিক স্থানটিতে শ্রদ্ধার পরিবর্তে এখন কেবলই আতঙ্ক।

​বিশেষ করে, আত্রাই নদীর ব্রিজের দিক থেকে আসা রাস্তাটি অতিরিক্ত খাড়া হওয়ায় ঝুঁকি আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রায়শই ভারি ও দ্রুতগতির যানবাহনের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে। এই নিত্যনৈমিত্তিক দুর্ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিদিনই মানুষ প্রাণ হাতে নিয়ে এই মোড় দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

​এলাকাবাসী এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চাইছেন। তারা জানান, যে বান্দাইখাড়া মোড় শহিদদের আত্মত্যাগের প্রতীক, সেটির পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুসংগঠিত এলাকা গড়ে তোলা জরুরি। তাদের মূল দাবিগুলো হলো মোড়টিকে নিরাপদ ও দুর্ঘটনা মুক্ত করা, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন যানবাহন চলাচলের স্বার্থে রাস্তার পাশে সিএনজি, অটো-রিক্সা স্ট্যান্ডের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা।

​এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত এই ঐতিহাসিক বধ্যভূমির মোড়ের দিকে নজর দেবে এবং শহিদদের স্মৃতি রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত

মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন

বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,

ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ

হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি

প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে

রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ