ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রায়পুর উপজেলা জুড়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:১৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নাঈম, খোকন শেখ  গত ছয়মাস ধরে শেখপাড়া বেড়ির বাঁধের পাশে সরকারি খাল থেকে অভিনব পদ্ধতিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রির রমরমা বাণিজ্য করে আসছেন।

১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে বিএনপি নেতা আরিফুল ইসলাম মিস্টার, কামাল, ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির ব্যানারে থাকে সোহাগ লস্কর,  মোহাম্মদ আলী খাঁ, আওয়ামীলীগের মনির, জামাল, মিজান বেপারি , বিল্লাল কবিরাজ, আলামীন কবিরাজ,  সোহেল সর্দার, নাজিম, শিমুল, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আদম আলী, গফুর মোল্লা  রতন গাজী,  সাধু গাজী, জাকির চৌকিদার, হাশিম,  মোতালেব ছৈয়াল, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার হাওলাদার,  মফিজ সরকার,  সাইফুল ইসলাম,  পারভেজ হাওলাদার,  ফারুক,  পলাশ হাওলাদার,  রাসেল খলিফা, জশিম গাজী, সুমন বেপারী,  বিএম বাবুল, ১০ নং ইউনিয়নের ফজু মোল্লার স্টেশন থেকে উত্তর গাইয়ার মনদার বাড়ি পুকুর থেকে আমীর হোসেন দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন।

উপজেলা জুড়ে আওয়ামীলীগ বিএনপির প্রায় শতাধিক নেতারা মেঘনা নদী,  ডাকাতিয়া নদী ও নদীর শাখা খাল থেকে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার বসিয়ে কোথাও কোথাও মহাসড়ক কেটে সড়কের উপর গর্ত খুঁড়ে সড়কের আইল্যান্ড ভেঙে ড্রেজার মেশিনের পাইপ ফিটিং করে নীরবে বালু উত্তোলন করার মহোৎসব করে আসছেন।

নৌকার মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে নীচে পাইপ ফিটিং করে অভিনব পদ্ধতিতে বালু উত্তোলন করা হয়, প্রশাসনের কেউ অভিযানে গেলে উপর থেকে নৌকা অন্যত্র সড়িয়ে নেওয়া হয়, ফলে প্রশাসন গিয়ে স্পটে কোন ড্রেজার মেশিন না পেয়ে চলে আসে। প্রশাসন চলে আসার পর পুনরায় ড্রেজার মেশিন ফিটিং করে বালু উত্তোলন করে এভাবে অভিনব পদ্ধতি ব্যবহার করে প্রভাবশালী মহল বালু তুলে বিক্রি করে রমরমা বাণিজ্য করছেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে, ছাত্রদল, যুবদল,  আওয়ামিলীগ,  বিএনপির ব্যানারে থাকা একাধিক নেতারা। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও স্থানীয় বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রকাশ্যে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কেউ এগিয়ে আসছে না।

গত ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ২নং উত্তর চরবংশী ইউনিয়নে আলতাফ মাস্টার ঘাট, চাঁন্দার খাল, নতুন ব্রিজ,  বেড়ির মাথা,  চমকা বাজার,  কড়াইতলা, বটতলা, মেঘনা বাজার, গরম বাজার,  স্টিল ব্রিজ, ৪নং সোনাপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড, ফজুমোল্লার স্টেশন, সাজু মোল্লার ঘাট, পানির ঘাট, রাহুল ঘাট সহ বিভিন্ন স্পট থেকে এসব বালু উত্তোলন করা হয়।

ছাত্রদলের সেক্রেটারি নাঈম ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সত্যতা স্বীকারোক্তি দিয়ে বলেন,  "আমি নিজের বাড়ির পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছি তার জন্য কীসের অনুমতি নিতে হবে। "

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার  বলেন,   " আমার উপজেলায় কোন অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের ঠাঁই নেই।  খুব শীঘ্র তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবো। "

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ