অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অসময়ের টানা বৃষ্টিতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে পানি জমে অনেক জায়গায় ধান গাছ লুটিয়ে পড়েছে, শীষে ধরবে চিটা, কোথাও বা গাছ পচে নষ্ট হওয়ার আশংকা । ফলে হতাশায় পড়েছেন উপজেলার কৃষকেরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা যে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, সেটিই এখন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নিচু জমির অধিকাংশ রোপা আমন খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মাঠে ধান গাছ একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, যা কাটা ও শুকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ক্ষেতলাল উপজেলায় রোপা আমন চাষ হয়েছে প্রায় ১২হাজার হেক্টর জমিতে। মাঠেই বিনা-১৭, ব্রী ধান-৭৫, ব্রী ধান-৯০, স্বর্ণা-৫ ও নতুন জাত ব্রী ধান-১০৩ রোপণ করা হয়েছে। নতুন জাতের ধানে তুলনামূলক ভালো ফলনের আশা করা হলেও হঠাৎ বৃষ্টিতে সেই আশায় দেখা দিয়েছে ধাক্কা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালের অনেক রোপা আমন ধানের অনেক ক্ষেতে এখন পানিতে তলিয়ে আছে। নিচু এলাকার ধানগাছ শিকড়সহ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত ধানে বাদামী ঘাসফড়িং এর কীটনাশক স্প্রে করতে।
স্থানীয় কৃষক আহসান হাবীব বলেন,গত সপ্তাহের বৃষ্টিতে আমার তিন বিঘা জমির ধান একেবারে লুটিয়ে পড়েছে। এখন কাটা সম্ভব হচ্ছে না, ধান কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি আর এমন চললে পুরো ফসল শেষ হয়ে যাবে।
এদিকে কৃষকেরা জানিয়েছেন, চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমের উচ্চমূল্যের কারণে আগেই ব্যয় বেড়েছে। এখন বৃষ্টিতে ফসল নষ্ট হলে লোকসান সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
ক্ষেতলালের কৃষকেরা এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে—একদিকে রোপা আমনের ক্ষতি, অন্যদিকে জমিতে জমে থাকা পানি শুকাতে সময় লাগছে। আবহাওয়া অনুকূলে না এলে উপজেলার সামগ্রিক ধান উৎপাদনে বড় ধরণের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ
বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী
মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,
মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত
বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত
রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
বালাগঞ্জে নানা কর্মসূচিতে সাঙ্গ হলো বিজয় দিবস
প্রয়াত ড হৃাম্রাউ মারমা সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত
নৌকার জীবন পেছনে ফেলে শেষ বয়সে স্থায়ী আশ্রয় পেলেন রায়গঞ্জের বৃদ্ধ দম্পতি
উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ