ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৭

সাগর-রুনি হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। 

শনিবার (১'লা নভেম্বর) ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, ড্যাব ফেনী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন দুলাল।

সাগর-রুনি হত্যা মামলার বিচার'সহ ২১ দফা দাবি নিয়ে এসময় সাংবাদিকদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার,  চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এসএ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পত্রের সম্পাদক এন.এন জীবন, আমার বার্তা প্রতিনিধি সাঈদ খান, এশিয়ান টিভি প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, জিটিভি প্রতিনিধি জসিম ফরায়েজী, নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক আলোকিত গণমাধ্যম প্রতিনিধি আবুল হোসেন রিপন, মানবকন্ঠ প্রতিনিধি এম. এম. রহমান সোহেল, ভোরের আকাশ প্রতিনিধি তানজিদ শুভ, সোনাগাজী রিপোর্টাস ইউনিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, দেশের পত্রের প্রতিনিধি আনোয়ার হোসেন, সোনালী কন্ঠ প্রতিনিধি রুমি রহমান, নির্ভীক প্রতিনিধি তানভীর হামজা।

এসময় বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচার ১৩ বছরেও হয়নি, এটি রাষ্ট্র ও বিচারব্যবস্থার জন্য কলঙ্কজনক। সাংবাদিকদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি। সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা-হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। সঠিক তথ্যপ্রবাহ ও সংবাদ পরিবেশনে অনুকূল পরিবেশ গড়ে তুলতে রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, আজ আমরা এখানে কোনো ব্যক্তি বা সংগঠনের স্বার্থে নয়, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য দাঁড়িয়েছি। ১৩ বছরেও সাগর-রুনি হত্যা মামলার বিচার না হওয়া রাষ্ট্র ও বিচারব্যবস্থার জন্য লজ্জার। সাংবাদিকের কলম শক্তিশালী, কিন্তু তাদের পরিবার ক্ষুধার সাথে লড়াই করতে পারে না। তাই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এখন সময়ের দাবি। সংবাদমাধ্যমকে দুর্বল করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, সকালের সময় প্রতিনিধি ওমর ফারুক, এড. খুরশীদ আলম, নাগরিক টিভি প্রতিনিধি নুর হোসেন, বিজয় টিভি প্রতিনিধি এস.এম. হারুন, অন্য দিগন্তের প্রতিনিধি আবরার চৌধুরী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শাহ শহিদ, মাসিক মৌলিক প্রতিনিধি নুরুল আফসার, ফেনী সমাচার প্রতিনিধি কপিল মাহমুদ, মুক্ত খবর প্রতিনিধি এম.এ দেওয়ানী, আজকালের প্রতিনিধি হাসান মাহমুদ, লাখো কন্ঠ প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, যায়যায় দিন প্রতিনিধি মোয়াজ্জেম মালদার, দুর্বার প্রতিনিধি মিরাজুল ইসলাম মামুন, ফেনীর শক্তি'র নির্বাহী সম্পাদক ওমর ফারুক, আজকের দর্পন প্রতিনিধি মোঃ রাজিব মাসুদ, বাংলা এডিশন প্রতিনিধি রহিম আলী জাবের, গণকন্ঠ প্রতিনিধি জহির আদনান, এশিয়া বাণী প্রতিনিধি শেখ রাসেল, একুশে সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ নোমান, ফেনীর প্রত্যয়ের প্রতিনিধি সাজ্জাদ মিরাজ।

এমএসএম / এমএসএম

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত