ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৩:৪০

মাদারীপুরে শ্বশুরবাড়িতে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী তাপস মণ্ডল ও শাশুড়ি সরস্বতী মণ্ডল পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর হাসপাতালে রবিবার নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত দীপ্তি মণ্ডল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী। তাপস মণ্ডল স্থানীয় আদালতে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই দীপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী তাপস ও শ্বশুরবাড়ির সদস্যরা। শনিবার বিকেলে নির্যাতনের পর পরিকল্পিতভাবে দীপ্তিকে হত্যা করে পালিয়ে যায় তারা।

নিহতের বাবা প্রদীপ মণ্ডল বলেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। যৌতুক না দেওয়ায় প্রায়ই পারিবারিক কলহ হতো। শনিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘরের দরজা বন্ধ করে তাপস ও তার মা পালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ